আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যতার হাহাকার

বুদ্ধদেব গুহের "মাধুকরি" উপন্যাসের পৃথু ঘোষ আমি

কেন আমার চিৎকার করে কাদতে ইচ্ছে করে? বুকের ভিতরটা মাঝে মাঝে তুমুল ভাঙচুরে দুমড়ে যায়? ব্যাথা, একরাশ ব্যাথা আমার চারপাশে , মাথার আঙ্গিনাতে ঠোকর বসায় চড়ুই। নিজের বোবা কান্নাগুলো জেগে উঠতৈ চায় বিদ্রোহে। বিশেষ বিশেষ দিনগুলো, এই যেমন ধরো, আজকের বৈশাখটা আমার জন্য মৃত্যুর কষ্ট বয়ে আনে। এইসব দিনে আমি তোমার কাছে থাকার কথা, কিন্তু কোথায়, কি ভাবে বেছে আছি, তুমি কি জানো? আমার কাছে মাঝে মাঝে মরে যাওয়াটাকে অনেক সুখের মনে হয়। তারপরও বেচে আছি কেন, জানো? যদি কোন দিন এক ফলকের জন্য তোমায় দেখি, এই আশায়। আমি জানি, এইসব দেখা না দেখাতে কিছু যায় আসে না। তার পরও কেন বেচে আছি? জানি না। যে দিন জানবো, সে দিন হয়তো আর বেচে থাকতে ইচ্ছে করবে না। তুমি ভালো আছোতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।