আমাদের কথা খুঁজে নিন

   

নীরব হাহাকার

নীরবে কাঁদি,বুঝতে কি পাও? আকাশ গুমোট মেঘলা দিনে অঝোর ধারায় বৃষ্টি ঝরে, একলা মনে দুর নীলিমায় চেয়ে থাকি অশ্রুসজল দু'নয়নে তোমার নয়ন পানে । যে নয়নে স্বপ্ন ছিল, সাধ ছিল, ভালবাসা ছিল, ভালবাসার ঘর ছিল। সবটুকুকে শ্রাদ্ধ করে- আমার আঁচল দলিয়ে কখন কার পানে সঙ্গোপনে অন্যকারও কাছে, সেই থেকে আজ অবধি কেঁদেই চলেছি, দু'হাতেতে কষ্টগুলো জড়িয়ে নিয়েছি বুঝতে কি পাও ! বুঝতে পারার কথা নয়, মজে ছিলে অন্য মজায় অণ্যপানে পানশালায়, আমি যেথায় ডোর খুলে চেয়ে ছিলাম তার খবর আমি ছাড়া কে আর জানে ! দুচোখ জলে সাগর হয়ে এখন মরুভূমি বলছি মনে কাঁদছি আমি- তবুও সুখে থাকো তুমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।