আমাদের কথা খুঁজে নিন

   

চারন কবির স্বরন

কবিতা এখন অস্ত্রের অধিকার

গত ১৮মে ছিল যজ্ঞা গুন্ডার মৃত্যবাষিকী। তোমরা কি কেউ মনে রখেছে তাকে । হয়ত, হয়ত বা না । তার পূর্বপূরুষেরা ছিল বিক্রমপুররের। কিন্তু তার শৈশব এবং জীবনকে চেনা এক সময়ের চন্দ্রদ্বীপ- বরিশালে।

প্রথমে জিলা স্কুল পরে ব্রজমোহন বিদ্যালে তার পরাশোনা। স্কুলরে গন্ডি পার হওয়ার আগেই বীরশ্বর গুপ্তের গানরে দলে যোগদান। ১৯০০ সালে ২২ ব্ছর বয়সে বিয়ে। কিন্তু ঘর তাকে বেধে রাখতে পারেনি। সময়টাই যে এমন ছিল তখন ।

তার কণ্ঠে "ভয় কি মরন/রাখিতে সন্তানে"। তার যাত্রা পালা "মতৃপূজা" স্বদেশী আন্দোলনকে জাগরিত করে। সে গ্রেপ্তার হন এবংপান্ডুলিপি বাজেয়াপ্ত হয়। ঠিক বন্ধুরা এতক্ষন যার কথা বলছিলাম সে চারন কবি কবি মুকুন্দ দাস। যে বরিশালে গুন্ডা থেকে বিপ্লবী কবি হওয়া সেই খানে নেই তার কোন সৃতি চিহ্ণ।

তার নাম কোন রাস্তা গলি বা অন্য কিছু। তাই হয়তো আমাদরে দূসময় কাটে না। তবু যদি তার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি "আয় সজে আয়/ দেশের কাজে" তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।