আমাদের কথা খুঁজে নিন

   

জাতিস্মর

আ মা র আ মি

রিকশাওয়ালার চেহারা দেখেই আমার মনে হলো চেহারাটা কেমন যেন পরিচিত। তা তো হতেই পারে। প্রতিদিনের এ চেনা রাস্তায় প্রায়ইতো আমি রিকশাতেই যাই। তাই পরিচিত রিকশাওয়ালার দেখা পাওয়াটা খুব বেশি অস্বাভাবিক না। ভাবতে ভাবতেই ভাড়া ঠিক করে উঠে পড়লাম রিকশাটায়।

আর ঠিক তখনই পেছন থেকে কোন গাড়ির হেডলাইটের তীব্র আলো আমাকে কয়েক সেকেন্ডের জন্য চমকে দিয়েছিলো। ঠিক এমনই, একেবারে ঠিক এমনই হয়েছিলো কোন একদিন। কবে, কখন মনে নেই। কিন্তু এই রিকশা, রাস্তাটায় ঠিক এমনই ভীড়, ঠিক রিকশাটা ঘোরানোর সময় পেছনে হেডলাইটের তীব্র আলো সবকিছুই ঠিক এমনই ছিলো কোন একদিন। আমি চমকে উঠি আর চলতে চলতে প্রায় ভুলে যাওয়া হঠাৎ এমন মনে হওয়া অনেক ঘটনাই মনে পড়তে থাকে।

ছেলেবেলার কোন এক দুপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসার সময় আমার ঠিক এমনই মনে হয়েছিলো। শুধু চারপাশটা, মাছ না পেয়ে ফিরে যাওয়াটা নয়, আমার সেদিন মনে হয়ে ছিলো ঠিক এখানে, এভাবে, এমনি, এ ঘটনাটাই আগে কোন একদিন ঘটেছে। কোন একদিন কোন এক রাস্তা দেখে মনে হয়েছিলো, ঠিক এ রাস্তাটা আমি চিনি। কোন একদিন আমি এ রাস্তায় এসেছিলাম। শুধু রাস্তাটা না, অনুভুতি গুলোও মনে হচ্ছিলো পুরোনো।

এমন অনেক ঘটনাই আছে। শুধুমাত্র ঘটনাটা ঘটার সময়ই মনেহয় আসলেই ঘটনাটা আগে আরেকবার ঘটেছে। আর তার খানিকক্ষণ পর নিজেরেই নিজে বুঝাই, এগুলা কিছু না। সবই মনের ভুল। আসলেই মনটা (তা আসলে তো মস্তিস্ক) অনেক জটিল জিনিস।

আচ্ছা, আমার মতো অন্য কারও কি এমন হয়, কোন ঘটনাকে মন হয় ঠিক এমনই আগে কোন একদিন ঘটেছিলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।