আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাহ

গ্রিক মিথোলোজি অনেক আকর্ষনীয় । সবার ই ভাল লাগার কথা । জিউস দেবরাজ এর কথা কে না জানে ? জিউজ দেবরাজ প্রেমরাজ ও ছিলেন দেখা যায় । এক্রিশিয়াস ছিলেন দূর্দান্ত প্রতাপশালী এক রাজা । তার মেয়ে ছিল অবশ্যই সে সময়ের সবচেয়ে সুন্দরী নারী ।

তার নাম ছিল ডেনি । এক্রিশিয়াস এর রাজ্যের এক জ্যোতিষী ভবিষ্যত্‍ বানী করল ডেনির ঘরে যেই সন্তান হবে তা হবে রাজা এক্রিশিয়াসের ঘাতক । রাজা স্বভাবতই ভয় পেলেন এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের মেয়েকে বলি দিতে চাইলেন । কিন্তু দেবতারা আত্বীয়ের রক্তপাত পছন্দ করেন না । এই ভয়ে এক্রিশিয়াস ডেনি কে বলি না দিয়ে একটা বদ্ধ ঘরে বন্দী করেন ।

বদ্ধ বলতে কোন দরজা জানালা ছিলনা । আবার ছাদ ও ছিল না । দেবরাজ জিউস যখন উড়ে উড়ে যাওয়ার সময় ডেনি কে দেখেন ওনার লাভ এট ফার্স্ট সাইট হয় । উনি প্রেমে পড়ে যান । কিন্তু তিনি ওই বদ্ধ প্রকোষ্ঠে যেতে পারতেন না প্রহরী রা দেখে ফেলার ভয়ে (দেবরাজ এর ভয় !) ।

জিউস স্বর্ণ বৃষ্টি রুপে ডেনির সাথে মিলিত হলেন এবং একটা সময় ডেনি জন্ম দিল পারসিয়াস কে । অবশেষে এই পারসিয়াস ই তার নানা এক্রিশিয়াস কে হত্যা করল । এই হল গ্রিক মিথের একটি কাহিনী । পূর্ব কালের ধর্মে দেবতা রা ছিল মানুষের মতই বিভিন্ন আবেগের সমস্টি । মানুষ নিজের অভিঞ্জতার বাইরে কিছুই কল্পনা করতে পারত না ।

তাই গ্রিকদের দেবতা রা সৃষ্টি হয়েছিল তাদের উপলব্ধি এবং কল্পনার মিশ্রনের। তারপর বহু দেবতা থেকে এক ঈশ্বর। ভাবার সুবিদার্থেই হোক কিংবা কল্পনার সসীমতার জন্যেই আমরা ঈশ্বর কে ভেবেছি আমাদের মত। তাকে প্রকাশ করার জন্যে দিয়েছি আমাদের অনুভূতি আর দাড় করে রেখেছি কিছু এজাম্পশন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।