আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞান প্রবাহ

কষ্ট হলেও সত্য বলা বা স্বীকার করার সাহসই সবচেয়ে বড় সততা।

পৃথিবীর সকল জীব ও প্রাণীর মাঝে সবচেয়ে সেরা বুদ্ধিবৃত্তি জ্ঞান ও গুণে ভরা মানুষ নামের জীব একদা বনবাসে জংলী মানুষ বেশে কাটিয়েছে বহু দিন জ্ঞান বুদ্ধির ক্রমবিকাশে জীবনের চাহিদা মিটাতে করেছে আবিষ্কার প্রকৃতির বুক ছিড়ে যা কিছু দরকার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা আর যানবাহন এসব কিছু প্রকৃতির কাছ থেকে বুঝে নিয়ে উপাদান করেছে আবিষ্কার জংলী জীবন থেকে সমাজ জীবনে এসে ভদ্রতার ক্রমবিকাশে সাধন করেছে জীবনের প্রয়োজনে এমন কিছু উপাদেয় উপাদান বিশ্ব জুড়ে আজ যাকে বলে বিজ্ঞানের অবদান প্রাকৃতির মাঝে যা কিছু লুকিয়ে রহস্য ভেদ করে পরীক্ষা নিরীক্ষা মাঝে পেয়েছে সন্ধান এমন কিছু পূর্ব পুরুষের কাছে যা ছিল অজানা অচেনা বিস্ময় একটু একটু করে ক্রমবিবর্তনে জ্ঞানের ধারা প্রবাহ পূর্ণ করেছে জ্ঞান কোন কোন ক্ষেত্রে এখনও অনেক বাকী রয়েছে অজানা আরও কত কিছু সাধনা চলেছে ধীরে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা ঐশ্বর্য ভাণ্ডার নব নব আবিষ্কারে জংলী মানব জীবন আজ নূতন সাজে সেজে ভাবিছে নিজেকে জ্ঞানী গুণবান অথচ জ্ঞানের বিবর্তন ধারায় রয়েছে জংলী মানবেরও অবদান মানুষ চলেছে সম্মুখে আজ পৃথিবী পেরিয়ে মহাশূন্য লোকে কোথায় কি আছে দেখে নেবে সে সৃষ্টির বিস্ময় মহাশূন্য লোকে যা কিছু আছে মানুষ করিবে জয় শত সাধনায় গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাঝে প্রকৃতির উপাদান থেকে নিত্য নূতনভাবে বাহির করিছে ব্যবহারিক গুণ কোনটায় কি কাজ হয় গর্ব তাদের আবিষ্কারের অথচ ভাবে না কভু প্রকৃতিটাকে এত গুণ বৈশিষ্ট দিয়ে তৈরী করেছে কে হে মানুষ এত গুণ বৈশিষ্ট মাঝে কেন খোঁজ না তাঁহাকে যাহার আদেশে সৃষ্টি হয়েছে এ বিশ্ব ভুলোক যা কিছু রয়েছে তোমাদের লাগি তাহার অবদান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.