আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ১৬: সিডি কেন সিডি?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

আজকের গেসবলের প্রশ্নটা আসলেই অনেকটা "সিডি কেন সিডি?" টাইপের। কাজেই, সাধু সাবধান। মাপের বিভিন্ন একক, যেমন মিটার, কে.জি, লিটার -- এসব পন্ডিতেরা বহুত কায়দা করে "প্রমাণ অবস্থায় অমুক পদার্থের তমুক অবস্থায় সমুক পরিমাণ" টাইপের সংজ্ঞা দ্বারা যে নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা আমরা কমবেশী সবাই জানি। এরকম প্রমাণ বা আদর্শ অবস্থার তাত্বিক সংজ্ঞাগুলো অবশ্যই বোরিং, এইচএসসিতে যারা পদার্থবিজ্ঞান নিয়েছেন, তারা বুঝবেন ভুক্তভোগীর কষ্ট! তবে, এগুলো ছাড়াও আরো অনেক রকম নির্দিষ্ট করে দেয়া জিনিস আছে, যেমন, ইলেকট্রিক কনসেন্ট/প্লাগের সাইজ, খবরের কাগজের সাইজ, লেখার কাগজের সাইজ ( এ ফোর, বি ফাইভ, ইত্যাদি ইত্যাদি), ব্যাটারী, টিউবলাইটের ব্যাসার্ধ -- এরকম অনেক অনেক কিছু। একবার ভাবার চিন্তা করুন, টিউবলাইটগুলোর সবগুলো যদি একই ব্যাসার্ধের না হতো, তাহলে কি হতো? এগুলো বরং ইন্টারেস্টিং, কেন টিউবলাইটের ব্যাসার্ধ এমন হলো, কেন এ ফোর সাইজ কাগজের দৈর্ঘ্য আর এক সে.মি. বাড়লোনা -- এসব ভাবতে গেলে ঘেমে একাকার হতে পারেন।

সেরকমই একটা প্রশ্ন আজ, বিষয়, কমপ্যাক্ট ডিস্ক (সিডি)। আমরা জানি স্ট্যান্ডার্ড সিডির (মিনিডিস্ক বাদে) ব্যস হলো ১২ সে.মি। পুরো ইতিহাস আমি জানিনা, তবে শুরুর দিকে হয়ত চার পাঁচশো মেগাবাইট ডেটা ধারণ করতে পারত একেকটি সিডি। এখন পারে নয়শো মেগার মতো। আবার সিডিরই বড়ভাই ডিভিডি/ ব্লু-রে -- এরা তো গিগা গিগা ধরতে পারে! আজকের গেসবল: প্রশ্ন হলো, প্রথম যখন সিডির ব্যস ১২ সে.মি বলে ঠিক করা হলো, তখন কি কারণে এই আকৃতিটাকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে নেয়া হলো? চলুক তাহলে, ক্রিয়েটিভ সব ব্লগারের অসাধারণ সব গেস।

হ্যাপি গেসবল। ছবি: উইকিপিডিয়া [গেসবল সম্পর্কিত বিশেষ অনুরোধ: গেসবলের প্রশ্নগুলোতে সাধারণত এমনসব বিষয় আনা হয় যেগুলোর উত্তর হতে পারে অনেকরকম; অবশ্যই যেহেতু এগুলোও প্রশ্ন, তাই এদের একটা সঠিক উত্তর আছে; তবে পাঠকের কাছ থেকে সঠিক উত্তর পাবার চেয়েও পাঠকের ক্রিয়েটিভ সব গেস বেশী বেশী পাবার জন্যই এই আয়োজন। তাই প্রশ্নের সঠিক উত্তর না খুঁজে নিজে নিজে ভাবার চেষ্টা করুন, কি হতে পারে উত্তর। অবশ্যই আপনি আগে থেকেই প্রশ্নটির উত্তর জেনে থাকতে পারেন, সেক্ষেত্রে ভালান্টারিলি একটু অপেক্ষা করুন, ক্রিয়েটিভ সব গেসগুলো উপভোগ করুন]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.