আমাদের কথা খুঁজে নিন

   

বাবাই অসুস্থ!



একটু আগে আমার স্ত্রী জানাল আমার বাবাই বারবার বমি করছে। ডাক্তারকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমিও কেন ফোন ধরছি না? আমি ওর ফোনটা সাধারণত ধরি না। কাজে ব্যস্ত থাকি । ও এমনি সারাদিন ফোন দেয়।

কী করো, আমার কথা মনে পড়ে না? ব্যাস্ত নাকি? কখন বের হবা, ইত্যাদি আজাইরা প্যাচাল! তাই সাইলেন্ট করে রাখি। ইদানীং খুলে রাখি কিন্তু সহসা ধরি না। দশবার দিলে একবার ধরি। অপ্রয়োজনে ফোন এতো বেশি করে যে প্রয়োজনে ধরতে পারি না! যখন শুনলাম বাবাই অসুস্থ! তখন থেকেই ভেতরটা কেমন করছে। প্লিজ! একটু দোয়া করুন।

সন্তানের অসুস্থতা পিতার জন্য কত কষ্টের তা হয়ত বুঝবেন না, তবু একটু দোয়া করুন প্লিজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।