আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র মা-বাবাই বোঝেন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

একজন মা বোঝেন ভ্রুণ থেকে তিলে তিলে বেড়ে ওঠা তাঁর জঠরে সন্তান ধারণের জ্বালা একজন বাবা-ই বোঝেন দিনে দিনে ঘর্মাক্ত প্রতিটা দিন তাঁর সন্তান লালন-পালনের কষ্ট। বুকের দুধের দাম, অপত্য স্নেহের দাম বাড়ন্ত শিশুর উচ্ছল হাসির দাম একমাত্র মা-বাবাই জানেন শুধু কী অমূল্য দাম তার ভালোবাসার সংসারে! রাজনীতির দোহাই, প্রগতির, সংগ্রামী দোহাই দিয়ে ধর্মের দোহাই, অধিকারের দোহাই অবরোধ, হরতাল, মিটিং, মিছিলে ডেকে আনো তারুণ্যকে রাজপথে বারবার কতো আর কেড়ে নেবে অমূল্য সন্তান? মনুষ্য বিবেক মানবতার দুপায়ে বেড়ি বেঁধে তুড়ি মেরে জনতার হক- জ্বেলে দুচোখে মসনদের মোহ জ্বালাও পোড়াও চলছে- কোথায় গন্তব্য আন্দোলনের? লাশ বোঝো, রক্ত বোঝো- জনতা বোঝো না! ক্ষমতা হারাও যদি, তার জ্বালা বোঝো- ক্ষমতা আঁকড়ে ধরার কৌশল বোঝো- বোঝো না পাওনা, ন্যায্যের নিয়ত অধিকার! মমতাই বোঝো যদি স্বজনের বুকের ক্রন্দনে মৃত্যুর দুয়ারে চোখে জল ঝরে তোমাদের- সাহসী সংগ্রামী বুক খালি করো একবার দেখো রক্ত রাজপথে- নিজের সন্তান করে বলীদান!? ঐ মিছিল আসে ঐ মিছিল চলে রাজপথে সংঘর্ষে-বিক্ষোভে ঝরে রক্ত, কতো তাজা প্রাণ কেউ নাও বুঝলে মা-বাবাই বোঝেন শুধু কী অমূল্য দাম নিজ রক্ত, সন্তান প্রাণের! একজন মা বোঝেন ভ্রুণ থেকে তিলে তিলে বেড়ে ওঠা তাঁর জঠরে সন্তান ধারণের জ্বালা একজন বাবা-ই বোঝেন দিনে দিনে ঘর্মাক্ত প্রতিটা দিন তাঁর সন্তান লালন-পালনের কষ্ট। ২৯.১০.২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।