আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক দাঙ্গার পর শান্ত মিয়ানমারের লাশিও

বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার পর বুধবার মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ল্যাশিওর পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় শান রাজ্যের এই শহরটিতে ওই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয়। দাঙ্গায় একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং বৌদ্ধ ও মুসলিম মালিকানাধীন বহু দোকানপাটে আগুন দেওয়া হয়। ল্যাশিওর কাছের এক গ্রামের মুসলিম বাসিন্দা আঙ লউয়িন জানান, একজন মুসলিম পুরুষ ও বৌদ্ধ নারীর মধ্যে ঝগড়ার সূত্র ধরে দাঙ্গার সূত্রপাত হয়। এরা দুজনেই পেট্রল বিক্রেতা।

ঝগড়ার এক পর্যায়ে পুরুষটি নারীটির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয় কয়েকজন। পুলিশ লোকটিকে আটক করার পর বৌদ্ধরা থানা ঘেরাও করে লোকটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশ তাদের দাবি অগ্রাহ্য করলে তারা ল্যাশিওর বাজারে গিয়ে মাইওমা মসজিদে আগুন দিয়ে দাঙ্গা শুরু করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাতেই ল্যাশিও শহরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়।

তবে এম-মিডিয়া নামের মুসলিমদের এক ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে স্থানীয় এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে কথিত মুসলিম ব্যক্তিটি আসলে মুসলিম নন। অগ্নিদগ্ধ ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও এম-মিডিয়া জানিয়েছে। লাশিওর এই দাঙ্গায় কেউ নিহত না হলেও মার্চে একই ধরনের ঘটনার কারণে সৃষ্ট দাঙ্গায় মধ্যাঞ্চলীয় শহর মিখতিলায় ৪৪ জন নিহত হয়েছিল। মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় চীনা সীমান্ত শহর মুস থেকে ল্যাশিও ১৯০ কিলোমিটার দক্ষিণে। সূদূর এই শহরটিতেও বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ছড়িযে পড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান উত্তেজনা ক্রমেই মিয়ানমারজুড়ে ছড়িয়ে পড়ছে বলে প্রতিভাত হচ্ছে।

প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসনের যাতাকলে মিয়ানমারের সাম্প্রদায়িক বিদ্বেষ চাপা পড়ে থাকলেও বেসামরিক শাসন ও গণতান্ত্রিক সংস্কার শুরু হওয়ার পরপরই তা স্বরূপে আত্মপ্রকাশ করেছে। সাবেক সামরিক আমলা সংস্কারবাদী প্রেসিডেন্ট থিয়েন সেইনের বেসামরিক প্রশাসন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.