আমাদের কথা খুঁজে নিন

   

প্রণব, প্রতি প্রত্যাশা

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

গোলাপ-পদ্ম-রজনীগন্ধা কিছু নয় ঝরাপাতার মতো পথের ধারে পড়ে আছে নিষ্পাপ পাপড়ী এখানেই বিষ্টির জল ভিজিয়ে দেবে লুটিয়ে পড়া ফুলের শরীর। আমি এই মেঘাচ্ছন্ন আকাশের গায়ে মিশে আছি অনন্তকাল ধরে।

তুমি? প্রসঙ্গকথা : প্রণব আচার্য্য। কবি তিনি। আমার একজন ভালো বন্ধুও। এ দুয়ের সমন্বয়ে অন্য পরিচয় চেয়ে আমার কাছে তিনি একজন উজ্জ্বল ও সূর্যোদয়। আমার জীবনের ঘটনা ক'য়েকের নিবেদিত তিনি।

আজ কবি প্রণব আচার্য্য এর শুভ জন্মদিন। জানাই তাঁকে প্রণতি আর শুভেচ্ছা। থাকবেন আজীবন পাশে-সবসময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.