আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন এর ৩য় বর্ষপূর্তির কিছু ছবি , বর্ণণাসহ

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সামোহয়ারইন এর ৩য় বর্ষপুর্তি উপলক্ষ্যে কালকের অনুষ্ঠানের কিছু ছবি দেয়া হলো। এবার এতে প্রাসঙ্গিক বর্ণনা যোগ করা হলো। যারা আগে একবার ছবিগুলো দেখেছেন তাদের জন্য ছবি নতুন কিছু নয়। তবে বর্ণনাগুলো নতুন। লাভলুদা আরো অনেকগুলো ছবি পাঠাবেন বলে জানিয়েছেন।

ছবিগুলো পেলে যোগ করা হবে। ১. এই ছবিটাতে রয়েছে সামহোয়ারইনব্লগের প্রাক্তন এবং বর্তমান ডেভলাপার এবং অন্যান্যরা। রয়েছেন ব্লগ তৈরীতে যার ভুমিকা অপরিসীম ছিল, ব্লগের প্রথম পোস্ট যাকে নিয়ে সেই ইমরান । ছবিতে তিনি কম্পুর সামনে বসে আছেন। রয়েছেন হাসিন ভাই।

ব্লগের ডেভলাপমেন্টে তার অনেক ভুমিকা রয়েছে। আছেন বর্তমান ডেভলাপার (কিছুদিন আগে বিবাহিত ) লাভলুদা। ২. এ্ই ছবিতে সব ব্লগাররা একসাথে। এইটা ফটোসেশন করে তোলা। ছবিটা তোলার জন্য মাহবুব ভাই বেশ ভাব করে রেডি হয়।

কৌশিক ভাইয়ের জন্য আলাদা চেয়ার রেডি করা হয়। সবাই রেডি ...হাসি মুখ .....ক্লিক ক্লিক। ৩. এ্ই ছবিটাতে রাইসু ভাই আর জামাল ভাস্কর ভাইয়ের অন্তরঙ্গ আলাপ আলোচনার আভাস পাওয়া যাচ্ছে। আরিফ জেবতিক ভাই কি জানি বলতে ছিলেন । সামোহয়ারইন এর রিক্সাটা নিয়া উনার কোন পরিকল্পনার কথাও হতে পারে।

৪. এই সেই বার্থডে কেক। হেবভি টেস্ট লাগছে থাইতে। ৫. এই ছবিটার মাজেজা বা তাৎপর্য অনেক। সামহোয়ারইন এর হোমপেজে একটা রিক্সার ছবি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তো ফটোসেশনে এক পর্যায়ে মনে হলো সেলিব্রেটি, এলিট সেই রিক্সার সাথে একখান স্মরনীয় ফটুক তুলি।

কিন্তু অ্যাপয়েনমেন্ট পেতে পেতে সবারই ঘুম ঘুম ভাব। ছবিতে তাই চোখ বন্ধ অনেকেরই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.