আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন কর্তৃক্ষকে বলছি



সামহোয়ার ইন ব্লগ ব্যক্তিগতভাবে আমার এবং আমি জানি আমার মত অনেকেরই প্রিয় ব্লগ। আমার মা যেমন আমার জান, এই দেশটা, মা বলে ডাকার ভাষাটাও আমার আত্নার সাথে জড়িত। এই প্রিয় ভাষায় মনের অনুভূতিটা প্রকাশ করতে পারি বলেই এই ব্লগে আনাগোনা। আমি অতি সাধারন এক ব্লগার কিন্তু এই ব্লগে আমি কিছু অসাধারণ বন্ধুদের পেয়েছি। কতদিন কিছুই লিখি না, তবে আমার প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ে, কমেন্ট করে দীর্ঘ ভালোলাগার সময় কাটাই এই ব্লগে।

সেই প্রিয় ব্লগারদের মধ্যে দুজন হলো ----মানুষ এবং বিষাক্ত মানুষ। যাদের অসাধারণ কবিতা, গান,দেশপ্রেমের গভীর অনুভূতি নিয়ে লেখা কি মুগ্ধতায় যে পড়ি...অনুভব করি। আমি সামহোয়ারইন কর্র্তৃপক্ষকে বলব তাদের পোষ্ট পড়েন.দেখুন তারা কত ভালো লেখে.....তারা কতটা জনপ্রিয় এই ব্লগে। তাদের ব্যান করে কর্তৃপক্ষ রাজাকারীয় মনোভাব সম্পন্নদের মুখে হাসি ফোটালেন। একজন নরওয়ে বাসী কখনও অনুভূতিতে অনুভব করতে পারবেন না বাংলাদেশের জন্মেও গৌরবাজ্জল ইতিহাস দেশপ্রেমিকদের কেমন করে ছুঁয়ে থাকে।

তাদের ব্যান করে কর্তৃপক্ষ তাদের ভালোবাসাকে উপহাস করেছেন। কর্তৃপক্ষ হয়ত বুঝেননি তারা না থাকলে আরও অনেক সাধারন ব্লগার থাকবে না তাতে হয়ত সামহোয়ার ইন চলবে তবে এই সামহোয়ারইন কর্তৃপক্ষের প্রতি, সেই নরওয়েবাসীর প্রতি কিছু সাধারন ব্লগারের তীব্র বিতৃষ্ণা থেকে যাবে.....নতুনরা এসে এই ইতিহাস জানবে কেমন করে কজন জনপ্রিয় ব্লগারের প্রতিবাদকে থামিয়ে দিয়েছে এই ব্লগ কর্তৃপক্ষ। ব্লগ কর্তৃপক্ষ লেখায় পেলাম,”অনেকে ব্লগারের অনুরোধে আমরা আমাদের এই সিদ্ধান্ত পূন:বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। " হাস্যকর কথা। এখনও তারা পুন:বিবেচনার কথা বলছে.....তাদের জানা উচিত বাঙ্গালীর আত্নসম্মানবোধ কত তীব্র।

অতিশীঘ্র আমার সতীর্থ জনপ্রিয় ব্লগারদেও নি:শর্ত আনব্যান দাবী করছি। এটা অনুরোধ না এ হলো দাবী-----প্রাণের দাবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.