আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ কর্মীদের হাতে জবি’র শিক্ষক লাঞ্ছিত (মানবজমিন, ৩০ এপ্রিল ২০০৮)

আহসান মোহাম্মদ

স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফের শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গতকাল রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান ড. হোসেন সোহরাওয়ার্দীকে লাঞ্ছিত করার পাশাপাশি হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। পরে শিক্ষকদের এক জরম্নরি সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সূত্র মতে, গতকাল বেলা সাড়ে ১২টায় ছাত্রলীগ কর্মী গাফফার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের টেবিলে রাখা কাগজপত্র উল্টিয়ে দেখতে থাকে।

এ সময় অফিস সহকারী উত্তম ফাইলপত্র না দেখার অনুরোধ জানায়। এতে ৰিপ্ত হয়ে গাফফার অফিস সহকারী উত্তমকে গালিগালাজ করে। এ সময় উত্তম বিভাগীয় চেয়ারম্যান ড. হোসেনকে জানালে তিনি ঘটনাস'লে ছুটে যান। তখনও গাফফার অফিসের কাগজপত্রের মধ্যে কি যেন খুঁজতে থাকে। ড. হোসেন গাফফারকে কি খুঁজছে জানতে চাইলে সে কোন উত্তর দিতে পারেনি।

এ সময় বিভাগের অন্য শিৰকরা ঘটনাস'লে উপসি'ত হন। তারা এ ধরনের কাজ ফের না করার জন্য তাকে সতর্ক করে দিয়ে রম্নম থেকে বের করে দেন। এর ৩০ মিনিট পরই গাফফার ছাত্রলীগের ১০-১৫ জন কর্মীসহ ড. হোসেন সোহরাওয়ার্দীর কৰে ঢুকে তাকে অন্য শিক্ষকদের সামনে অপমান করার সাহস কোথায় পেলেন তা জানতে চায়। এক পর্যায়ে তারা ড. হোসেনকে মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তাকে খতম করা হবে বলে হুমকি দেয়া হয়।

পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিৰকদের এক জরম্নরি বৈঠক বসে। এতে গাফফার-এর ছাত্রত্ব বাতিল করাসহ মামলা করার সিদ্ধানৱ নেয়া হয়। পরে তা লিখিত আকারে ভিসি ড. সিরাজুল ইসলাম খানের কাছে জমা দেয়া হয়। বিকাল চারটায় ভিসি কার্যালয়ে ডীন ও চেয়ারম্যানদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভিসি ঘটনাকে কলঙ্কময় বলে অভিহিত করে যথাযথ ব্যবস'া নেয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে ভিসি ড. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনা দুঃখজনক। শিৰক লাঞ্ছিত করা হলে কঠোর পদৰেপ নেয়ার নোটিশ দেয়ার পর আবারও তার পুনরাবৃত্তি ঘটলো। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ছাত্রের বিরম্নদ্ধে যথাযথ ব্যবস'া নেয়া হবে। উলেস্নখ্য, এক মাস আগে এক ছাত্রকে মারতে না দেয়ার কারণে বাংলা বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্রলীগ কর্মীরা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.