আমাদের কথা খুঁজে নিন

   

পারবে কি আমাকে ফেরাতে তুমি?

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

যতটা পথ তুমি চিনে রেখেছ, ততটাই পথ আমি চিনে রেখেছি, পারবে কি আমাকে ফেরাতে তুমি? এই একটা গান কতটা শক্তি দিত একটা প্রজন্মকে তাকি ভুলবার জো আছে? সেই সব নানান রঙের দিনগুলিতে এইসব সাহসী অসাধারন একেকটা গান খাড়া করে দিত সবার গায়েব লোম। কে মনে মনে বড়, দৃঢ় আর সাহসী হয়ে যায়নি এই গান শুনে? এমন গান, প্রজন্মকে দোলা দেয়া গান, প্রজন্মের অন্তরাত্মায় মিশে যাওয়া গান এখন আর হয় না। হয়ত বা হয় তবু আমাদের যা গেছে, সোনালী অতীত...এইসব গান সেই অতীতকে স্বর্নালী করেছিল একেবারে প্রতিটি লোমকুপে মিশে মিশে...এখন এমনটা অন্তত হয় না তা জোর দিয়েই বলতে পারি। পারবে কি আমাকে ফেরাতে তুমি? যতটা পথ তুমি চিনে রেখেছ ততটাই পথ আমি চিনে রেখেছি পারবে কি আমাকে ফেরাতে তুমি? আমি পথেরই মাঝে সবুজ ঘাস তোমার পায়ে পায়ে জড়িয়ে রবো চোরাকাটার মত জড়াব আচঁল পারবে কি আমাকে ফেরাতে তুমি? তোমার ঘুমে স্বপ্ন হয়ে আসব কাছে আমি তোমার সকালে ঘুম ভাঙাব দোয়েলের শীষ হয়ে এভাবেই সারাক্ষন থাকব আমি পারবে কি আমাকে ফেরাতে তুমি? চলার পথে ক্লান্ত হলে ছায়া হব তোমার দুঃখসুখের দীর্ঘশ্বাসে ছোঁব হ্রদয় তোমার আলোকিত আমি আধারে তোমার পারবে কি আমাকে ফেরাতে তুমি? -----------------------------------------------------জেমস্

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.