আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াহিদুল হক স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি



বিপ্লব বালার দেওয়া ব্যাকরণের ভারী ভারী সূত্রগুলো তখনো মাথা থেকে নামেনি। ওয়াহিদুল হক স্যার পড়াতে শুরু করলেন রবীন্দ্রনাথ। উচ্চারণের মারাত্বক ভুলগুলো শোধরালেও অনেকেই সূক্ষ্ম ভুলগুলো কাটিয়ে উঠতে পারিনি। ওয়াহিদুল হক স্যার পড়াতে লাগলেন, ফুল কহে ফুকারিয়া ফল ওরে ফল.....। উম্হু হচ্ছেনা।

ফ এর উচ্চারণ হচ্ছেনা। বলো ফুল ফোটে। আমরা বললাম ফুল ফোটে (Fool Fote)। অনেকেরই হয়নি। আবার বলো ফুল ফোটে (Phool Phote)।

আমরা আবার বললাম ফুল ফোটে। স্যার বললেন ফ হলো ওষ্ঠ্য ধ^ণি। এমনি করে দু'ঠোঁট লাগিয়ে এমনি করে ছেড়ে দেবে। বলো সবাই ফুল ফোটে। সবাই বললাম ফুল ফোটে।

স্যার বললেন ঠিক আছে। বলছিলাম টিএসসি তে কণ্ঠশীলনের ৭ম আবর্তনে অংশ নেওয়া ১৯৮৭ সালের কথা। নরেন স্যার আর বিপ্লব বালার পর ওয়াহিদুল হক স্যার দখল করে নিলেন আমাদের ভালোবাসা। অন্যভাবে বললে বলা যায় আমরা অর্জন করলাম তাদের মতো বিশাল ব্যক্তিত্বের হৃদয়। আমাদের মনে জাগ্রত হলো কবিতার প্রতি অন্য রকম টান।

ওয়াহিদুল হক স্যারের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিলো নিয়মিত ভাবে আর্বতন শেষে প্রয়োগ পর্যায়ের পর অনিয়মিত ভাবে দীর্ঘদিন। আজ আর আমাদের সেই প্রিয় ওয়াহিদুল হক স্যার নেই। চলে গেছেন সকল লৌকিকতার সীমা ছাড়িয়ে কয়েক মাস আগে। শুধু স্মৃতি হাতড়িয়ে বেড়ায় তার হাতে গড়া ছায়ানট থেকে শুরু করে কণ্ঠশীলন সহ অনেক প্রতিষ্ঠানে। মনে প্রাণে খাঁটি বাঙালি হওয়ার উদ্দেশ্যে আজীবন লড়াই করা এই বাক-শিল্পের গুরুকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।