আমাদের কথা খুঁজে নিন

   

ধরণী তরুণী হলে পঞ্চাশে আমিও তরুণ

সুবোধের কথামালা

এখন বসন্ত এই নিয়ে ত্রিশ বসন্ত হয়ে গেলো হয়ে গেলো ঢের সময়ের আনাগোনা এই নিয়ে ত্রিশ বসন্ত হয়ে গেলো হয়ে গেলো দহনে দহনে হামাগুড়ি। এখন বসন্ত তবে কবে বাসন্তি শাড়িতে রঙ বদলাবে আমার প্রিয় বাংলা? দহনের মানচিত্র চিরে অঙ্কুরিত হবে নুতন কিশলয়ে আকির্ণ পাতার সবুজ জমিনে। এখন বসন্ত এই নিয়ে ত্রিশ বসন্ত হয়ে গেলো আরো কুড়ি বসন্ত বাদে আধপৌঢ়ে বাংলার রূপ কেমন হবে ? কাউন্টার কবি মাহমুদুল হক ফয়েজ তবুও স্বপ্ন জাগে আবার ফিরেতো পাবো নবরঙে নবরূপে বিপুলা ধরণী পৃথিবী তরুণী হবে। এনকাউন্টার ধরণী কেমনতর উচাটন মন ধরণী তরুণী হলে পঞ্চাশে আমিও তরুণ। আশার ভেলায ভেসে গাঁথবো বকুল ভাসবে আমার মতই স্বপ্ন দু কুল। ৩০মার্চ ০৮,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।