আমাদের কথা খুঁজে নিন

   

ওরিয়ানা ফালাচি বলেছেন, মসজিদের মার্বেলে মুততে যাচ্ছি না!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ওরিয়ানা ফালাচি বলেছেন, মক্কার ঝুলানো তাবুর কাছে যাই না। ফাদার ও মহিয়সী মেরীর গান গাইতে গাইতে মোহাম্মদের রওজায় যাই না। তিনি এরপর বলেছেন, "তাদের মসজিদের মার্বেলের উপরে আমি মুততে যাই না; তাদের মিনারের পাদদেশে হাগতে যাই না।" I don't go peeing on the marble of their mosques; I don't go shitting at the feet of their minarets. তিনি আরো বলেছেন, যখন তাদের দেশে নিজেকে দেখি (এমন একটা জায়গা যেখানে আমার কখনই সুখানুভূতি হয় না), কখনই ভুলি না যে আমি একজন অতিথি এবং বিদেশীমাত্র । পোষাক, আচরণ বা ব্যবহার যা আমার জন্য স্বাভাবিক কিন্তু তাদের ওখানে নিষিদ্ধ এমন কোন কিছু করে তাদেরকে আহত করার বিষয়ে আমি সচেতন থাকি। এখন আপনারা বলেন ওরিয়ানা ফালাচিকে রেফারেন্স টেনে মুক্তিযুদ্ধের অবমাননা করবো নাকি স্বাধীনতা পুরস্কার দিয়ে সম্মানিত করবো?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.