আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা -- নয়া লাঠিয়াল



বাসে লাঠিয়াল, আমরা প্রবল কণ্ডাক্টরের টুটি- চেপে ধরে বলি তোরে করে দেবো কেটে কেটে কুটি কুটি। তুচ্ছ ঘটনা, দু’আনা আটানা এক টাকা-সেকি বেশি? তার তরে মোরা মানুষ পশুতে হয়ে যাই মেশামেশি। চড় থাপ্পড় কিল ঘুষ দিয়ে মোদের পেশীর জোড় দেখাই ভীষন, হুঙ্কারে বলি, জানিস আমি কে তোর? এমনি তরো যত ব্যবহার রিকশাওয়ালা শ্রমিকে- নিত্য করছি, ভেবেছি কখনো? কে ই বা সে আর আমি কে? ভেবে দেখো সে তো নয় কোন পর দূরের কেউ তো নয়, আমাদেরই মত মানুষ শুধু যে জীবন যাতনা বয়। তারাও সুযোগে বড় কিছু হবে তারাও গড়বে দেশ, তাদের তরেও আছে প্রয়োজন মমতার পরিবেশ। চলো ভুলে যাই, ছোট ছোট কথা নয় আড়ি, মারামারি- সবে মিলে জুটি, মহামানবিক নতুন সমাজ গড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.