আমাদের কথা খুঁজে নিন

   

কুকুর চুরি করেছিলেন নিকোলাস কেজ!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

একজন সুপারস্টার অভিনেতার জন্য কুকুর চুরির অভিযোগ পুকুর চুরির চেয়ে কম গুরুতর নয়। সেটা যদি আবার কো-স্টার অভিনেত্রীর প্রকাশিত আত্মজীবনীতে হয় তবে তো কথাই নেই। নিকোলাস কেজ তাই তার পেগি সু গট মেরিড মুভির সহকর্মী ক্যাটলিন টার্নারের বিরুদ্ধে মামলা করতেই পারেন। কারণ ক্যাটলিন সম্প্রতি তার প্রকাশিত আত্মজীবনী সেন্ড ইওরসেলফ রোজেস-এ নিকোলাস সম্পর্কে অনেক মন্দ কথা লিখেছেন। বইতে ক্যাটলিন দাবি করেন, নাইনটিন এইটি সিক্স মুভির ডিরেক্টর ফ্রান্সিস ফোর্ড কপোলা যিনি নিকোলাসের আঙ্কল, তার চরম অবাধ্য হয়েছিলেন নিকোলাস।

ফ্রান্সিস যা করতে বলতেন নিকোলাসকে, তার উল্টোটা করতেন তিনি। কারণ দেখাতে চাইতেন, তিনি তার আঙ্কলের বাধ্য নন। ক্যাটলিন আরো লেখেন, তিনি অনেক সমস্যার সৃষ্টি করেছিলেন। তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন। একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য, আরেকবার কুকুর চুরির দায়ে।

এদিকে নিকোলাস এসব কথাকে মিথ্যা অভিযোগ দাবি করে লন্ডন হাই কোর্টে ক্যাটলিনের নামে মামলা ঠুকে দেন। ক্যাটলিন দুঃখ প্রকাশ করে বলেন, আমি সত্যিই দুঃখিত যদি কাউকে ব্যথিত করে থাকি, যা আমার স্মৃতিতে ছিল তাই লিখেছি। কারো ক্ষতি করা আমার উদ্দেশ্য ছিল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.