আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দভাবনা-- লেখালেখি



লেখায় রবে ভালো কথা লেখায় রবে সত্য। লেখায় রবে শিক্ষা ভূবন লেখায় রবে তথ্য। লেখায় রবে ভালোবাসা লেখায় স্নেহ মায়া। লেখায় রবে আদর সোহাগ মধুর শান্তি ছায়া। লেখায় রবে জাদুর কাঠি গল্প দাদুর আসর।

লেখায় রবে স্বপ্ন ছাওয়া মন রাঙানো বাসর। লেখায় রবে বিজয় গাঁথা স্বপ্ন সৌধ গড়া, লেখায় রবে এগিয়ে যাওয়া ভেঙে মৃত্যু জরা। লেখায় রবে বাসন্তী কাল সবুজ রঙীন ফুল। লেখায় রবে মধুর কন্ঠী টুনটুনি, বুলবুল। ঝগড়া ফ্যাসাদ মারামারি কষ্ট ক্লান্তি সব।

আমার লেখায় থাকবে না তো করবে না তো রব। আসুন লিখি জ্বালতে আলো গড়তে নতুন দিন। মোদের লেখা হোক ইতিহাস থাকুক অমলিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।