আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দভাবনা : খাওয়ার তাল



খাওয়ার কত তাল দেখেছো? খাওয়ার কত তাল- কেউবা খেয়ে অক্কা গেলো খাইয়ে কেউবা লাল। শিশুখাদ্যে বিষ মিশিয়ে কেউবা বলে – খা। এসব খেয়ে এই জীবনে রসাতলে যা। এই বিশ্বে তোরা হলি থার্ড ওয়ার্ল্ডের লোক, তোদের বেঁচে কি বা হবে তারচে বিনাশ হোক। তোরা হলি সবার বোঝা তোদের নিয়ে আর- করবোটা কি? তাইতো শুধু ব্যবসাটুকুই সার।

কি বা দিলাম, কি মেশালাম, ভাবছে আবার কে? যা-ই বুঝাই বিজ্ঞাপনে তা-ই মেনে নে। বহুজাতিক এই ভাবনায় এই যে ভীষন ফাঁদে। আটকে গিয়ে সবাই এখন কেমন দেখো কাঁদে। কত হাজার মরলো শিশু খোঁজ রেখেছে কেবা- আমরা শুধুই তৃপ্ত নিয়ে বহুজাতিক সেবা। শিশুখাদ্য- সে আবার কি? ভাবতে হাসি পায়, মায়ের দুধ আর শাক ভাত মাছ যথেষ্ট তো তায়।

তবু মোরা মডার্ন হতে চলছি বোকার মতো। সেই সুযোগে ওরা দেখায় অশ্বডিম্ব কতো! হায়রে মানুষ- এখন সময় ঘুরে দাঁড়াই চলো। কৃত্রিমতা, সহজ পাওয়া ছুঁড়ে ফেলে বলো- বাঁচবো মোরা নিজের করে মা ও মাটির রসে, এই পৃথিবীর সেরা হবো- খ্যাতি, মান ও যশে । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।