আমাদের কথা খুঁজে নিন

   

আমিতো থাকতে চেয়েছি আড়ালেই-

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

আমিতো থাকতে চেয়েছি আড়ালেই- যেন আমার পায়ের রেখা-সাবলীল ভেসে যায়- তোমার অন্তর্গত মনোলীণ স্রোতে। যেন আমার অস্তিত্ব অবয়ব ফেলে না একবিন্দুও কোন ছায়া উত্তাল উদ্দাম, তোমার আলোকমাখা চারু পথে। চেয়েছি থাকতে পড়ে এভাবেই, অনাবিষ্কৃত, একা একা- একটি পাথর যেমন একাকী পড়ে থাকে নুড়ি পাথরের টিলার প্রাচুর্য্য ছেড়ে, নিঃসঙ্গতায় বহু দূরে। চেয়েছি তেমনি থাকতে আড়ালেই, সব মুগ্ধতার দৃষ্টি ও অনুভব থেকে দূরে একাএকা শীতের শিশির ছুঁয়ে হাঁটাও যে খুব নিরাপদ, খুব আনন্দ দেয় অতি সাধারণ অনুল্লেখ্য আমাকে। আমি তাই বৃষ্টি বুকে পেলেই ভেসে যাই আনন্দে অপার আমি তাই একটি নদীর পাশে গিয়েই শুধু আমার দুঃখটুকু খুলে বলি- আমি তাই নিশীথ রাত্রিতে নিঃসঙ্গ চাঁদের জ্যোসনাকে শুধু বিশ্বাস করাতে চাই- ‘আমি ভাল নেই, বিশ্বাস করো, আমি ভাল নেই’।

আমি জানি- এই আড়াল মানেই প্রবল এক একান্ত আপন ভুবনে থাকা- আমি জানি-এই আড়াল মানেই প্রত্যাশা, প্রাপ্তি আর না পাওয়ার রিক্ততা থেকে বহু দূরের এক অবিরাম প্রশান্তিতে বসবাস। আমি তাই থাকতে চেয়েছি আড়ালে- এভাবেই যেভাবে আকাশ অনন্তে ঢাকে কষ্টের কালো মেঘ যেভাবে সমুদ্র শুষে নেয় বিষ, সুগভীর নীলের নিবিড়ে। সেভাবেই তীব্রতায় লুকাতে চেয়েছি সব অর্জিত নাম -অপলকে একটি কুয়াশার দীর্ঘ চাঁদর দিয়ে ঢেকে গেছি, অবিরাম এতোটুকু প্রতিভার বিকীর্ণ দিপ্তী আমার । আমি তাই মুদ্রাক্ষরে, ঝকঝকে- কোনদিন অত্যুজ্জ্বল করে দেখতে চাইনি-নিজ নাম, কোনদিন প্রদানের চেয়ে বড় করে – দেখিনি প্রাপ্তিকে। আমি আনন্দ ছুঁয়েই চেয়েছি আমার উপস্থিতি ক্রমশঃই ক্ষীণ তেকে ক্ষীণতর হতে হতে একসময় মুছে যাক সকলের বোধ ও ব্যাপ্তির সকল সীমানা থেকে দূরে।

বৃষ্টির কাছে গিয়ে প্রার্থনায় আমি কতোবার নতজানু হই- যেন সে একবারও- তোমাকে আমার কথা মনে না করিয়ে দেয়- যেন প্রবল এক বৈশাখী ঝড়ে পৃথিবীর সকল পৃষ্ঠা থেকে মুছে ফেলে সেই নাম- অবলীলায় একজন- ভুলতে পেরেছে যেই নাম- হৃদয়ের পৃষ্ঠা থেকে চিরতরে ! আমিতো থাকতে চেয়েছি আড়ালেই- যেন আমার নিঃশ্বাস কোনদিন না ছোঁয় তোমাকে- যেন আমার প্রবল কষ্ট প্রহরে সাথী হয় শুধু আকাশ মেঘলা এক –বহুদূরের যেন আমার শব্দমালা শুধু যায় শেষ শিয়রে আমার না যায়, তোমার ক্রন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।