আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট সি.এন.জি ভাড়া হবে -

প্রতিদিন আমি আপনি বিভিন্ন প্রয়োজনে রাস্তায় সি এন জি অটোরিক্সা ভাড়া করার সময় সাধারণত সবুজ রঙ এর অটোরিক্সার সাথে কথা বলি, কারণ এগুলো পাবলিক হিসেবে পরিচিত। মাঝে মধ্যে ধূসর রঙ এর বিভিন্ন বানানে প্রাইভেট নামধারী অটোরিক্সা দেখতে পাই, যে গুলো আসলে কোন অংশেই প্রাইভেট নয়। এদের সবগুলো আদতে পাবলিক ভাড়ায় খাটে। সবুজ গুলোর দৈনিক জমা-৮০০টাকা, আর ধুসর রং এর এই প্রাইভেট রুপি পাবলিকের জমা-৯০০টাকা। শুধু তাই নয় এদের কে চেনার সহজ উপায় এদের গায়ে লেখা প্রাইভেট ইংরেজী অক্ষরে লেখা থাকে ভুল ভাবে; যেমন- PRIVAT/PRIVET সংশ্লিষ্ট মালিক আর চালকদের সাথে কথা বলে জানা গেল যে সরকার পাবলিক অটোরিক্সার নতুন কোন অনুমতি না দেয়ায় এই ব্যবস্থা। আর যেহেতু প্রাইভেট নামি এসব অটোরিক্সার কোন মিটার থাকে না, যেমন খুশি ভাড়া তারা নিতে পারে। কাছাকাছি ঢাকা জেলা এর নম্বর নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অল্প দূরত্বের শেয়ারিং করে অটোরিক্সা চলে। যেহেতু আমাদের উপকার হয় তাই একে আমি মন্দ বলবো না। শুধু আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়গুলো বিষয়গুলো নজরদারীর করে সিস্টেম এর মধ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.