আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা একটা দিন..............[কেমতে কি?]

সবার ১২ টা বাজাইতে আমি সদাপ্রস্তুত মাগার নিজের টা বাজতে এখনো কিছু বাকি আচে। ওটুকু আর বাজবে না। হা হা হা হা

আইজকা কোন কেলাস নাই। মাত্র ঘুম থাইকা উঠলাম। করার মত কিছুই খুইজা পাইতাসি না।

দিলাম আমার গারলফেরেনডরে ফুন। ধইরাই ঝারি, এত দেরী কইরা ফুন দিলাম কে? জিগায় এতক্ষণ কি করছি? হপায় কি ঘুম থাইকা উঠলাম নাকি? কওয়া মাত্র আমারে কয় আমি খবিশ নাকি? এত দেরী কইরা ঘুম থাইকা উঠলাম কেন? আজব অবসথা। এদিকে বাসায় কেউ নাই, পেটের মইদ্যে ইন্দুর দৌড়ানি শুরু করচে কেমতে কি? ভাবলাম হেরে কই, আইস আমরা বাইরে যাই একলগে ঘুরি আর চামে দুপুরে একবারে খায়া লমুনে। যেমন ভাবা, কইলাম হেরে। এই কথা হুইন্যা কয়, তোমার মত খাটাশের লগে আমি বাইর অমু না।

হেগ নাকি ফিল্ম ফেসটিভাল চলে, হেতে ছিনেমা দেখব। মেজাজটাই খারাপ হয়া গেল। দিলাম বালের ফোনটা থুইয়া। দেহি অহন রাননাঘরে যাইয়া কিছু করবার পারি নাকি...........পেটের ইন্দুর ডিয়ে ত আমারে মাইরা লাইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।