আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার - ২

আল বিদা

Click This Link .................. চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু আরিফ জয়েন করল। এবার আমাদের যাত্রা কক্সবাজার। শাহ আমানত ব্রীজ দিয়ে পার হয়ে বাস চলছে কক্সবাজার । আকাবাকা রাস্তা কিন্তু বন্ধের দিন থাকায় কিছুটা ফাকা ছিল। চকরিয়ায় বাস ১৫ মিনিটের একটা ব্রেক দিল।

আরিফের সাথে বাসে বেশী কথা হয়নি। তাই তখন ওর আর ভাবীর সাথে আড্ডায় বসে গেলাম। আড্ডা ভাঙল বাসের হেল্পারের ডাকে। পরবর্তী যাত্রাটা হল আরও আনন্দের। কক্সবাজারের আমার কাছে আকর্ষনীয় লাগে বাস কলাতলী যাওয়ার আগে শেষ যে উচুতে উঠে।

কারন সেখান থেকে হঠাৎ করে দেখা যায় সমুদ্রের পানিতে সূর্যালোকের ঝিকিমিকি। এ এক অপূর্ব দৃশ্য। যারা ভোরে পৌছান তারা তা মিস করেন। আমি ভেবেছিলাম ব্যাপারটা শুধু আমি জানি। কিন্তু দেখলাম গুরু আর আরিফও অস্থির এই দৃশ্য দেখার জন্য।

ভাবীদেরও অস্থিরতা কম না। কল্লোল হোটেলে যখন ঢুকলাম তখন সকাল ১০টা। কিছুক্ষন রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে গেলাম। সেখান থেকে বীচে। আহা আমাদের পরিবারদের সে কি আনন্দ আর উচ্ছলতা! মনে হল তাদের এই এতটুকু আনন্দের জন্যই তো আমরা কত কি করি।

আরিফের বৌ তানিয়া আরিফকে কি জানি আস্তে আস্তে বলল। তবুও আমরা একটু শুনলাম .....বাসি। মনে হয় খাবার বাসী হওয়ার কথা বলছিল!!! গুরু যতটুকু একজন ব্যাক্তি তারচেয়ে অনেকটুকু একজন স্বামী আর অনেক অনেকটুকু একজন বাবা। সে তার ছোট্ট ছেলেকে সারাক্ষন কোলে করেই রাখল আর তার অবিরাম প্রশ্নের সিরিয়াস উত্তর দিয়ে যাচ্ছিল। আর আমি আর আমার বৌ তাদের ছবি তোলাতেই ব্যস্ত।

সেদিন ২৬ মার্চ বীচে কনসার্ট হচ্ছিল। আমরা দূর থেকে কিছু গান শুনে রুমে ফিরলাম। সন্ধ্যায় আরও কিছুক্ষন বীচে কাটিয়ে সোলসের গান শুনে রুমে ফিরলাম। রুমেই বসল জম্পেশ আড্ডা। রাতে খাবার খেয়ে আবারও বীচে গিয়ে বসলাম।

তানিয়া গান শোনাল - দিন গেল তোমারও পথ চাহিয়া .................. সত্যিই আরিফের জন্য তার ফিলিংস দেখে ভালই লাগল। পরদিন গেলাম কক্সবাজারের অন্যদিকে .......................... (আমি কি আর লিখবঅঅঅ?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।