আমাদের কথা খুঁজে নিন

   

যে দুঃস্বপ্নের শেষ নেই (প্রাপ্তবয়স্কদের জন্য)

গোটা রাতজুড়ে আমি ছিলাম তাড়া খাওয়া শিকার। আপ্রাণ চেষ্টা করেও পারিনি এড়াতে ফাঁদ। পালা করে থুথু ছিটিয়ে গেছেন স্মৃতি হতে আবির্ভূত সাবেক প্রিয় মানুষেরা। চরম ঘৃণায় কেউ কেউ পিষে থ্যাতলে দিতে চেয়েছেন আমার নিস্তেজ পুরুষাঙ্গটি। অ্যানিম্যাল সাফারির গামবুট আর সুতন্বীদের ছুঁচোলো পেন্সিল হিলের অত্যাচার সয়েছি।

বয়ঃসন্ধির উদ্দাম সময়টা ফিরে আসছে ঘৃণার দমকা হাওয়া নিয়ে। নির্মম শব্দটার গভীরতা কৃশকায় ঠেকে। একে একে নিন্মদেশ উর্ধ্বদেশ নিঃসাড় হয় আক্রোশের জৈবিক জিঘাংসায়। এইতো সেই কোঁকড়ানো চুলের বুদ্ধিদীপ্ত মেয়েটি। তোকে আজ বড্ড বড় দেখাচ্ছে।

আর দেখতে পারিনা, চোখে বিঁধিয়েছে সে রুপোলি কাঁটাচামচ। যন্ত্রণারও অতীত, আমি বুঝতে পারি দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ছে হলদেটে শ্লেষার মতো থকথকে তরল। উপচে পড়ে মিশে যাচ্ছে রক্ত, গরম খুনে ভীতিকর শিহরন। হাতটা করাত দিয়ে কেটে নিচ্ছেন প্রিয় অধ্যাপক। ।

স্যার, আমি ইচ্ছে করে টিয়ার দিকে নজর দিতে চাইনি। গুরুকন্যার প্রতি শ্রদ্ধা ছিল ষোলআনা। যৌবন বাধ মানেনি। ঢেউয়ে ভেসেছি, ভুল ভেঙ্গেছে। হাতে ওঠে এসেছে নিষিদ্ধ মাদক।

তখন-ই আমি মারা গেছি। খুঁইয়েছি বাঁচার রসদ। হ্যাঁচকা টানে হাতটা আলগা হয়ে যায়। আমি তবু বিড়বিড় করে চলেছি... সম্ভাবনার রঙিন মলাটের আড়ালে এটাই আমার দুঃস্বপ্ন।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।