আমাদের কথা খুঁজে নিন

   

বার্সার আরেকটি দুঃস্বপ্নের রাত

অ্যাটলেটিকো মাদ্রিদ গত শনিবার সেল্ট ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। একইদিনে ভ্যালাদলিদের মাঠে বার্সেলোনা হেরে গেছে ১-০ গোলে। গত রাতে লা লিগায় লেভেন্তের বিপক্ষে জয় পেয়ে থাকলে শিরোপা জয়ের পথটা অনেক মসৃণ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য। লা লিগায় ২৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে গত রাত পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছিল অ্যাটলেটিকোর সমান্তরালে।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে বার্সেলোনা!

গত শনিবার বার্সেলোনা ছিল নিজেদের ছায়া হয়েই। অবনমনের তালিকায় থাকা ভ্যালাদলিদ বার্সেলোনার সঙ্গে খেলেছে দুর্দান্ত ফুটবল। রোসির একমাত্র গোলে ভ্যালাদলিদ হারিয়েছে বার্সেলোনাকে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে অবনমনের তালিকা থেকে বেরিয়ে এসেছে ভ্যালাদলিদ। পরাজয়ের পর বার্সেলোনার আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো বলছেন, 'এখনই শিরোপার আশা শেষ হয়ে যায়নি।

এখনো আমাদের হাতে ১১টি ম্যাচ রয়েছে। ' বার্সেলোনার দুঃসময় চলছে। সমালোচকরা বার্সেলোনার দিকে বরাবরই নিক্ষেপ করে চলছে অভিযোগের তীর। ভক্তরাও মাঝেমধ্যেই বার্সেলোনার উপর আস্থা রাখতে পারছে না। গত শনিবারের ম্যাচ শেষে দানি আলভেস বলে দিয়েছেন, 'যে ভক্তরা বার্সেলোনার উপর আস্থা রাখতে পারে না তারা সমর্থন করা ছেড়ে দিতে পারে।

' সেই সঙ্গে তিনি জানিয়েছেন, 'আমরা শেষ পর্যন্ত লা লিগার শিরোপার জন্য লড়াই করে যাব। ' বার্সেলোনা শেষ পর্যন্ত লড়াই করলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে কেবল পিছিয়েই থাকতে পারে। রিয়াল মাদ্রিদ দুর্ঘটনার শিকার হলেই কেবল বার্সেলোনার সামনে সুযোগ আসতে পারে শিরোপা ধরে রাখার!

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।