আমাদের কথা খুঁজে নিন

   

যে দুইটা বই পড়ছি, আপনিও পড়তে পারেন, তবে একদমই আপনার ইচ্ছা



কেউ "হিটলার থেকে জিয়া" পড়েছেন? কিংবা ''ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্ - বঙ্গবন্ধু হত্যাকান্ড''? এখনো শেষ করতে পারি নাই,পড়ে যাচ্ছি। দুটো একসাথে। যুক্তি প্রতিষ্ঠায়, লেখার মান-এসবের কথা চিন্তা করলে ২য় টা বেশী নম্বর পাবে। বইদুটো পড়া উচিৎ বিশেষ করে যারা প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। অনেক প্রশ্ন মনে জমা হবে, হয়ত উত্তরও পেয়ে যাবেন।

বড় বড় ভুল ধরা পড়বে। বড় বড় পাপ কিংবা পাপী ধরা পড়বে। অনেক জানালা খুলে যেতে পারে অনেকের কাছে। হতে পারে যাদেরকে এতদিন মাথায় করে রেখেছি তাদের আসল চেহারা প্রতিবিম্বিত হবে। সত্য জানতে হলে সব ধারার লেখাই পড়া উচিৎ - এই বিশ্বাসে আমি আস্থা রাখি।

আপনারও পড়তে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।