আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাব ওয়ান লাখ

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

যদি স্মৃতি বিট্রে না করে থাকে সামহয়ারের বর্তমান সংস্করণটা হলো তৃতীয় সংস্করণ। বেটা ভার্সন অর্থাৎ দ্বিতীয় সংস্করণ আপলোড করার সময় আগের হিট কাউন্টার খোয়া গেছলো। কমেন্টগুলা বেশ কিছুদিন সার্ভারে ছিল। পরে যথাস্থানে কমেন্ট ফিরলেও যথানামে আর ফেরেনি।

সবই অতিথির কমেন্ট হয়ে গেছলো। যাই হোক, এই সব স্মৃতি মনে পড়ার কারণ সহব্লগাররা সহায় হলে আজ রাতেই আমার হিট কাউন্টার এক লাখ অতিক্রম করতে পারে। এই হিট দ্বিতীয় সংস্কণের পর থেকে বাস্তবায়িত হইছিল। এক লাখ হিটে অবশ্য আমি নাদান। এর আগে অনেক ব্লগারের এক লাখ হিট হয়ে গেছে।

অনেকে ভীষণ জনপ্রিয়। কারো কারো ব্লগ হয়তো ২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এক সময় দেখতাম রাগ ইমন, কৌশিক, অমি রহমান পিয়াল হিটে সবচেয়ে এগিয়ে। পোস্ট লেখার আগে কার কী অবস্থা দেখে আসার অবকাশ পাইনি। তবে মনে হইলো খেয়াল করা দরকার।

এক লাখ হিট তো মেলা হিট তাই না? আমার আগে কারা এক লাখ হিট অতিক্রম করেছেন সেটাও দেখা দরকার। আগে ছিল শীর্ষ পোস্ট দেয়ার প্রতিযোগিতা, বেশি পোস্ট দিয়ে বহুকাল শোহেইল মোতাহির চৌধুরী সবার উপরে ছিলেন। তার আগে পরে লিস্টে উঠছিলেন এম হোসেইন। তারপর বহুল আলোচিত আলী ও ঢালী। শীর্ষ পোস্টদাতার পর আসলো, রেটিং বিপ্লব।

টপরেটেড পোস্ট নিয়ে বেশ কিছু দিন হল্লা চললো। এখন এই রকম কিছু নাই। বিজ্ঞাপন বিরতি বেশ জমে উঠেছে। কোনো কিছু করতে গেলেই সামনে পড়ে কাজ নাই? আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনের পক্ষের মানুষ। ফলে, কাজ নাই প্রশ্নটা আমারে ভাবায়।

তো যা বলছিলাম, ক্লাব ওয়ান লাখ মানে আবার একটা এলিট ক্লাব গঠন করা না। জাস্ট জানতে চাওয়া কারা হিটে আগায়া আছেন। আমরা কাদের ব্লগ সবচেয়ে বেশি ভিজিট করি সেটা জেনে রাখা তো দরকার। তাই না?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।