আমাদের কথা খুঁজে নিন

   

অসুখ এসোনা এখনি



অসুখ এসোনা এখনি আফরোজা সোমা অসুখ এসোনা এখনি । দেখোনা সে কেমন চেয়ে আছে এই দিকে! ধরো এ পাড়ে উর্বরতা নেই- যা আছে সব চরের ধুলো তবু তুমি মহিয়ান- এসোনা এক্ষুনি - যতটুকু ধুলো যতটুকু ছায়া কিংবা আছে যতটুকু না থাকার সমান তাই দিয়ে ফলাই কিছু বাদাম বা বিষাদ- দেখো সে কেমন চেয়ে আছে এই দিকে- রাখো খানিক শ্রদ্ধা সেই দৃষ্টির প্রতি। পাখা তো নেই যে উড়ে যাবো সুন্দরবন কিংবা কাশি থেকে আবার আসবো ফেরৎ নিষ্কলুষ পাখায়- পারলে না হয় কালিন্দী বা গঙ্গায় টুপটুপ দিতাম দু'ডুব অথবা কোনো কোনো দাবীতে গলা কেটে রক্তের মুক্তা দিনারের মতো ছড়িয়ে দিতাম- বাগদাদের পথে- তুমি তো মহত্তম - এসোনা এক্ষুনি- হ্যাঁ, যাবো তো কিন্তু এখনো যে তার চোখের ভেতর পরানের কালো ভ্রমর কপাট আটকে আছে! ভ্রমরের অপরাধ চোখের তো নয় - তারে যেনো দিওনা আঘাত - (তুমি তো জানো এ চোখ জীবনেরো জীবন সমান-) অন্তত এ বছর রুইতে দাও বাদামের বীজ - -------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------- ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২৮ সুতরাং বলেছেন: অথবা কোনো কোনো দাবীতে গলা কেটে রক্তের মুক্তা দিনারের মতো ছড়িয়ে দিতাম- বাগদাদের পথে- তুমি তো মহত্তম - এসোনা এক্ষুনি- হ্যাঁ, যাবো তো কিন্তু এখনো যে তার চোখের ভেতর পরানের কালো ভ্রমর কপাট আটকে আছে! ভ্রমরের অপরাধ চোখের তো নয় - তারে যেনো দিওনা আঘাত - (তুমি তো জানো এ চোখ জীবনেরো জীবন সমান-)' দোস্ত,ব্লগের দুনিয়ায় তোকে স্বাগতম!কবিতাটি খুবই ভালো লেগেছে। কয়েকটি লাইন তাই কপি-পেস্ট করে দিলাম। তবে কবিতাটি ব্লগে প্রকাশ করিসনি কেন? দেখলাম না যে! জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন আপনার জবাবটি লিখুন আপনার মন্তব্য লিখুন নাম ইউনিজয় ফোনেটিক সাহায্য বিজয় ইংলিশ | ভার্চুয়াল কি বোর্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।