আমাদের কথা খুঁজে নিন

   

যারা চীনে নতুন আসবেন তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না (১) চায়নাতে প্রবেশ করা মাত্রই আমাদের দরকার হয় প্রিয়জনকে ফোন দেওয়া; এটা মাথায় রেখেই ফরেনারদের জন্য china mobile এর hello card নামে একটা প্যাকেজ আছে,এটা কিনতে কোন কিছুই লাগে না, এক হাতে টাকা অন্য হাতে সিম। airport এর অভ্যন্তরে এটার দাম নেয় ১৫০ ইউয়ান আর বাইরে ১০০ RMB, এতে ৫০ ইউয়ান ফ্রি টকটাইম থাকে। ব্যালেন্স চেক করতে 13800138000, bd তে কল করলে প্রতি মিনিট ৫ ইউয়ান কাটে। যদি কেউ এই অস্হায়ী সিম কিনতে না চান তাহলে দোকান থেকে ফোন দিতে পারেন; আমি যখন আসি তখন Beijing language & culture university এর দোকানগুলো প্রতি মিনিট ১০ ইউয়ান নিত। চীনে মোবাইল কোম্পানি ২টা- GSM প্রযুক্তির China mobile এবং CDMA প্রযুক্তির China telecom. অধিকাংশ লোকই GSM প্রযুক্তির China mobile SIM ব্যবহার করে- 1. Balance check: message option এ ye লিখে 10086 এ পাঠাতে হয়।

2. Buy internet package: ৫/১০/২০/৫০ বিভিন্ন এমাউন্টের প্যাকেজ আছে যেমন-১০ ইউয়ানে 70MB, মেয়াদ ১ মাস। activate করার নিয়ম: KTSJLL... ৫ ইউয়ান কিনলে KTSJLL5 লিখে 10086 এ পাঠাতে হয়। প্যাকেজ বন্ধ করতে চাইলে QXSJLL লিখে 10086 এ পাঠাতে হয়। প্রতি মাসের টাকা ব্যালেন্স থেকে অটোমেটিক্যালি কেটে নেয়। আপনি যদি ভুলে যান কত টাকার internet package use করছেন, চেক করতে CXLL লিখে 10086 এ পাঠাতে হয়।

3. Buy bundle package: এই অফারটা better, talktime, SMS, internet সব একসাথে; ছবিটিতে সেটাই বলা আছে প্রতি মাস 18/28/38 RMB প্যাকেজ । ১৮ ইউয়ানে talktime 30 min, internet 50, SMS 100. activate করার নিয়ম: KTDSW... 28 ইউয়ান কিনলে KTDSW28 লিখে 10086 এ পাঠাতে হয়। আমরা বিডিতে কল করার জন্য voip use kori, per minute 2.5/3 bd taka kate. In china, Most of people use qq to contact with other people, chinese people always online in qq. if not in qq then u can use viber to send voice message free, can download from View this link here almost everyone use broadband connection; unlimited, i use 40 Yuan package per month , speed 1 Mbps. can watch any video online, streaming is good (২) বিমান টিকেট ঘরে বসেই অনলাইনে কেনা যায়, online banking সিস্টেম থাকায় খুব সুবিধা; qunar নামের একটা ওয়েবসাইট থেকে http://www.qunar.com/ এছাড়াও taobao থেকেও কেনা যায় Click This Link ছবি বিডি থেকে টিকেট কেনা লাভজনক, চীনে সরকারী ট্যাক্স অনেক বেশি। (৩) ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকেট কেনা যায়, online banking সিস্টেম থাকায় খুব সুবিধা; অনলাইনে টাকা পরিশোধ করার পর কম্পু স্ক্রীনে একটা ই-টোকেন নম্বর দেখায়/ মোবাইলে মেসেজ হিসেবে ঐ ই-টোকেন নম্বর পাঠায়। ট্রেনে উঠার আগে রেলস্টেশন কাউন্টারে ঐ ই-টোকেন নম্বর এবং passport দেখালে কাগজের টিকেট দেয়।

চীনে অনেক লোকজন ট্রেনের টিকেট এজেন্সীর কাছ থেকে ৫ ইউয়ান বেশি দিয়ে কিনে, কষ্ট করে স্টেশনে যায় না। তবে সরকারী ওয়েব থেকে কিনলে বাড়তি পয়সা গুণতে হয় না, যা ভাড়া তাই। http://www.12306.cn/mormhweb/ [সরকারী ওয়েব] ছবি (৪) ebay, alibaba এসব অনলাইন বাজারের মত এদের আছে taobao [淘宝], অনলাইনে কেনাকাটার জন্য খুবই নির্ভরযোগ্য ,চাইনিজরা সবাই কমবেশি taobao থেকে কেনাকাটা করে থাকে। এরা অনলাইনে কেনাকাটায় এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সামান্য পাঁচ দশ ইউয়ানের জিনিসও কিনে থাকে অবশ্য এতে তাদের অনেক সময় বাঁচে । এখান থেকে মোবাইল ফোনে balance recharge করা যায়; online banking সিস্টেম থাকায় খুব সুবিধা, ঘরে বসেই সব করা যায়।

http://www.taobao.com/ (৫) চাইনিজ অক্ষর কম্পিউটারে বা মোবাইলে সরাসরি লেখা যায় না কারন হাজার হাজার চাইনিজ অক্ষর, keyboard এ কয়টা ধরবে! এদের pinyin নামে একটা সিস্টেম আছে যেখানে বাটনে ইংরেজি অক্ষরই লিখতে হয় তারপর সেখান থেকে চাইনিজ অক্ষর ইনপুট করে। যেমন- বাংলাদেশকে চাইনিজরা মং-চিয়া-লা বলে, এজন্য sogou নামক software ওপেন করে keyboard এ লিখতে হয় meng jia la (মং-চিয়া-লা) এরপর চাইনিজ অক্ষর শো করে, ওখান থেকে সিলেক্ট করতে হয়। sogou soft এই লিংকে গিয়ে ডাউনলোড করতে পারেন http://sogou-pinyin.soft32.com/ মোবাইলে লেখার সময় অনেক চাইনিজ অবশ্য অন্য একটা system follow করে, তারা মোবাইলের স্ক্রীনে চাইনিজ symbol আঁকে তখন ডান পাশে ঐ আঁকানো symbol এর কাছাকাছি কিছু symbol শো করে সেখান থেকেই কাঙ্খিত অক্ষর সিলেক্ট করে। (৬) QQ নামে চাইনিজদের একটা নিজস্ব soft আছে, qq একটা আজব জিনিস-আমার মত ভিনদেশী যারা চীনে আছেন,সবাই এটা ব্যবহার করে। Skype এর মত অডিও ভিডিও কলের পাশাপাশি গ্রুপ ডিজকাশন ফিচার আছে,খুবই ইউজার ফ্রেন্ডলি;মজার হচ্ছে যে এতে গান শোনা,অনলাইনে গেম খেলা যায়।

আর এতে ফেসবুকেরর মত স্ট্যাটাস দেয়া,ছবি আপলোড করা ;সেগুলো শেয়ারও করা যায়। যে কোন ফাইল পাঠানো যায় তা যত বড়ই হোক,1GB.. 5GB...10GB কোন ব্যাপার না। QQ ইংলিশ এবং চাইনিজ ল্যাংগুয়েজ দুই ভার্সন ই আছে। QQ এর একটা ইউনিক সাউন্ড আছে,চাইনিজদের মোবাইল,আইপ্যাড সবকিছুতেই আছে। বাসে,ট্রেনে, রাস্তাঘাটে সব জায়গাতে টিট..টিট.. একটা শব্দ শোনা যায়,QQ তে মেসেজ আসলে এই টিট..টিট.. শব্দ হয়।

এই লিংকে গিয়ে ডাউনলোড করতে পারেন http://download.imqq.com/ তবে মোবাইল qq soft চীনা ভাষায়,ইংরেজিতে নেই। কম্পুটা ইংলিশ qq soft (৭) চাইনিজরা বিশ্বজুড়ে একচেটিয়া আধিপত্য করা জায়ান্ট গুগল ব্যবহার না করে Baidu [百度] সার্চ ইঞ্জিন তৈরী করেছে। আমি চাইনিজদের খুব কমই দেখেছি- কোন কিছু গুগলে সার্চ দিতে,তারা সব সময় বাইদু ব্যাবহার করে। এটা সত্য যে চাইনিজরা হুবহু কপি করতে উস্তাদ তবে এরা যে শুধু কপি করেই ক্ষান্ত দেয় তা কিন্তু না বরং ঐ কপি করা জিনিসকে আপডেট করে নতুন নতুন ফিচার যোগ করে। যেমন বাইদু গুগলের আদলে করা হলেও এতে গুগলের মত ইমেজ,ম্যাপ এসব ফিচারের পাশাপাশি Mp3 আছে,শুধু ঐ শব্দ সম্পর্কিত অডিও বিশেষ করে গানের জন্য।

তবে এতে google scholar এর মত কোন ফিচার নেই বিধায় চাইনিজ স্টুডেন্টরা শুধুমাত্র journal paper প্রয়োজন হলেই গুগল মামার শরণাপন্ন হয় অন্যথায় মনের ভুলেও গুগলে ঢুঁ মারে না। Baidu [百度] সার্চ ইঞ্জিন ওয়েব লিংক http://www.baidu.com/ (৮) গুগলের মত চাইনিজদের নিজস্ব অনলাইন ট্রান্সলেটর আছে, এটা গুগলের তুলনায় অনেক বেশি সঠিক অনুবাদ করে। fanyi.youdao অনলাইন ওয়েবসাইট। youdao dictionary খুবই ভাল, ইনস্টল করে অফলাইনেও চালানো যায়। তবে এতে মেইন সমস্যা google translator এ চাইনিজ অক্ষরের pinyin উচ্চারণটা দেখায় যা আমরা যারা নূতন চীনা ভাষা শিখছি তাদের খুবই দরকার, কিন্তু youdao এ pinyin দেখায় না।

আমার কোন কিছু দরকার হলে ঐটা youdao তে দেই accurate translation এর জন্য আর google এ দেই pinyin শেখার জন্য। fanyi.youdao ওয়েব লিংক http://fanyi.youdao.com/ এখানে fanyi মানে translator বা দোভাষী। (৯) Twitter এর মত টুইট করার জন্য চাইনিজদের আছে ওয়েপো (weibo), কিন্তু এতে একাউন্ট খুলতে চাইনিজদের national ID card (身份证 Shēnfèn zhèng) নম্বর, মোবাইল নম্বর লাগে আর ফরেনারদের ক্ষেত্রে passport no. (১০) বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট ইউটিউবের মত তাদের আছে Youku优酷 [Soku ],এতে পাবলিক যেমন আপলোড করে তেমনি ইয়ৌ-খু কর্তৃপক্ষ নিজেরাও আপলোড করে,ইলেকট্রনিক মিডিয়া হিসেবে কাজ করে। চীনের বিভিন্ন কিছু সম্পর্কে Youku তে যতটা ভিডিও পাওয়া যায় ইউটিউবে ততটা পাওয়া যায় না,কারন চাইনিজরা যা আপলোড করার তা Youku তেই করে। http://www.youku.com/ (১১) বিশ্বসমাজকে বদলে দিতে সক্ষম সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মত তাদের আছে renren [人人]. সারা দুনিয়া ফেসবুক ব্যাবহার করলেও চীনের অভ্যন্তরে তারা করে না,অবশ্য চীনে ফেসবুক নিষিদ্ধ।

তবে এদের রেনরেন যেটা আছে সেটা চাইনিজ ভাষায় তাই আমরা ভিনদেশীরা সহ চাইনিজরাও বিদেশীদের সাথে যোগাযোগের জন্য প্রক্সি সফটওয়ারের মাধ্যমে ফেসবুকে লগ-ইন করে থাকে। এছাড়াও বিদেশে অবস্হিত চাইনিজ দূতাবাসসমূহের ঐদেশের মানুষের কাছে নিজেদের কার্যক্রম তুলে ধরার জন্য ফেসবুক পেইজ আজে যেমন বাংলাদেশে Cultural Office of the Chinese Embassy in Bangladesh নামে চীনা এ্যাম্বসীর একটা পেজ আছে। facebook এ maximum ২০ মিনিটের ভিডিও আপলোড করার অপশন থাকলেও renren এ ভিডিও আপের অপশন নেই শুধু লিংক শেয়ার করা যায়। qq space (qq kong-jian 空间) এর ক্ষেত্রেও একই অবস্হা। (১২) বাস এবং সাবওয়েতে ভাড়া পরিশোধের জন্য ই-কার্ড আছে।

ই-কার্ড কেনার সময় ১৫ ইউয়ান ডিপোজিট হিসেবে রাখে, পরে যখন ই-কার্ড ফেরত দেওয়া হবে তখন এই টাকা ব্যাক দিবে। আর হ্যাঁ ই-কার্ড কেনার সময় passport/student ID এসব কিছুই লাগে না, শুধু নগদ টাকা। ই-কার্ডে ১০% ছাড় দেয়, আমি যে শহরে আছি এখানকার শহরের নামে একটা ব্যাংক আছে, ওখানে গিয়ে ই-কার্ড করতে হয়। সবশেষে বাঙালী সাজে চৈনিক কইন্যাদের কয়েকটা ফটু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।