আমাদের কথা খুঁজে নিন

   

আমায় যেওনা ভুলে

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। ঘুম হারা পাখি করে ডাকাডাকি গহীন রাতের বেলায়, ঘর হারা মন করে ক্রন্দন জীবন যায় যে খেলায়। বেদনার গীত হয় না রহিত বেজে উঠে আরো জোরে, দুই কানে তালা হতে চাই কালা রোজ বাজে অন্তরে। কে আছো এমন নারীর মতোন স্বার্থবিহীন প্রেম, দূর পথ থেকে আঁধারে আলোকে হবে অলকার শ্যাম। নাও মোর প্রাণ মান সম্মান সকল দিলেম তুলে, ঝড় যদি আসে মোর নিশ্বাসে আমায় যেওনা ভুলে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।