আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের হাল বেহাল... আর বাংলাদেশ?

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ভ্রমনের নেশার জন্য ভারতের উত্তর থেকে দক্ষিনে অনেক দর্শনীয় স্হানেই ঘুরেছি। কিন্তু সব জায়গায় নাহলেও অনেক জায়গাতেই একটা খুব বিশ্রী জিনিস দেখেছি তা হল দেওয়াল লিখন।

না না এ কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য লিখন নয়। কোনো বিপ্লব বা আন্দলনের জন্য জনগণকে উজ্জিবীত করার লেখাও নয়। এ হল সম্পুর্ণ ব্যক্তিগত লেখা। কোনো দর্শনী্য় স্হানের দেওয়াল নোংরা করে নিজের নাম জাহির করার লেখা। কোনো দর্শনীয় জায়গার সৌন্দর্য নষ্ট করে নিজের প্রেমের কথা লেখা।

যেমন ধরুন, "মন্টু + সুইটি", কিংবা ধরুন, "ছামিয়া, আমি রুপক, তোমাকে আমার প্রাণের থেকেও বেশী ভালবাসি".. ইত্যাদি। এরা হয়ত মনে মনে ভাবে যে তাজমহলের গায়ে এইসব লেখা থাকলেই শাহজাহান আর মমতাজের বদলে ওদের ইতিহাস অমর হয়ে যাবে। কিংবা লোকে ব্রগদ্বিশ্বরের মন্দিরের বা বিটঠলস্বামীর মন্দিরের কারুকার্য না দেখে লোকে ওদের নোংরামী দেখবে। দেশের গৌরবময় ইতিহাসকে মর্যাদা দেওয়ার বদলে অনেকেই এইসব বাঁদরামী করেন। এতো আর পুলিস দিয়ে ঠেকান যাবেনা।

কামনা করি এইসব তথাকথিত শিক্ষিত লোকেদের একটু বোধোদয় হোক, সিভিক সেন্স আসুক। ঐতিহাসিক জায়গার দেওয়াল পরিস্কার থাকুক। এ বিষয়ে ভারতের হাল তো বেহাল। ব্লগের বন্ধুদের কাছে জানতে চাইব যে দক্ষিন এশিয়া অন্য দেশগুলির অবস্হা কেমন? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এখানের কি হাল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.