আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের তাগিদে আমি বেহায়া হতে পারিনা

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

জীবনের তাগিদে আমি বেহায়া হতে পারিনা এ আমার অক্ষমতা, এটাই আমার অপূর্ণতা! হ্যাঁ, আমি স্বাভাবিক নই স্বাভাবিক নই তোমাদের মতো তোমরা যারা জীবন যেখানে যেমন খোলস বদলাতে পার গিরগিটির মতো তবুও তোমরা মানুষ, আশরাফুল মখলুকাত আর আমি?! আমিতো মানসিক রোগী, পাগল। তোমাদের পৃথিবীতে ভুল করে আসা এক এলিয়েন! আমার কথায় তোমরা তাচ্ছিল্যের হাসি হাস করুণা ঝড়ে পড়ে তোমাদের দৃষ্টি দিয়ে আমি সঙ্কুচিত হই, মানুষ – তোমাদের কাছে নিজেকে অপরিচিত ভেবে তোমাদের মাঝে। জীবনের তাগিদে আমি বেহায়া হতে পারিনা জড়সড় জবুথবু হয়ে বসে থাকি ঝড়ে বিধ্বস্ত কাক হয়ে তোমাদের তির্যক দৃষ্টি উচ্ছিষ্টের মতো তোমরা যখন আমার দিকে ছুড়ে মারো। আমি শুধু ঘোরে ঘোলা চোখে তোমাদের দিকে চেয়ে থাকি অদ্ভুত বিস্ময় নিয়ে কখনও হতবাক হয়ে ঝিম মেরে থাকি নিরুত্তর হয়ে, তোমাদের হাজারো প্রশ্নের মাঝে। পারিনা উত্তর দিতে তোমাদের আজব প্রশ্নগুলোর তোমরা যেমনি পারণা আমার প্রশ্নগুলোর আমি শুধু মাথা নিচু করে দূর্বাঘাসের ডাটা চিবোতে থাকি একমনে, কখনোবা শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকি নীল আকাশটার পানে সেখানে কি কেউ আছেন, যিনি আমাকে বোঝেন?! তিনি নাকি তোমাদের সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত... মানুষ করে! জীবনের তাগিদে কেন যে আমি বেহায়া হলাম না! সেটাই আমার অক্ষমতা, আমার একমাত্র অযোগ্যতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.