আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ



তৃতীয় ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এর পর্দা উঠলো ১৩ মার্চ। ‘যেদেশে ছড়িয়ে রয়েছে এতো সুর, সেদেশের মানুষই তো গাইবেঃ গাও বাংলাদেশ গাও’-এই স্স্নোগান নিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ১৩ মার্চ বেলা ১২টায় ঢাকার গুলশানস্থ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশের সর্ববৃহৎ সঙ্গীত প্রতিভা অষেণ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্রান্ডস ও ডেভেলপমেন্ট পরিচালক নওশাদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এবং এডকম’র চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। প্রতিবারের মতো এবারো ক্লোজআপ ওয়ান দেশে এবং দেশের বাইরের অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য উন্বুক্ত থাকবে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে দর্শক-শ্রোতারা এসএমএস’র মাধ্যমে এবং প্রবাস থেকে অনলাইনে ভোটের মাধ্যমে তাদের মূল্যবান রায় দিতে পারবেন। ১৬ থেকে ৩০ বছর বয়সী যেকোনো বাংলাদেশী ক্লোজআপ ওয়ান-২০০৮ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে পুরো দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে যথাক্রমে চট্টগ্রাম, কুমিলস্না, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকায়। এ ছাড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে, যুক্তরাজ্যের লন্ডনে, কানাডার টরেন্টোতে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। উদ্বোধনীর মাধ্যমে আজ থেকে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরম্ন হলো।

চলবে ৩১ মার্চ পর্যন্ত্ম। রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত পড়ুন http://www.cabletv.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।