আমাদের কথা খুঁজে নিন

   

"রুদ্ধ কন্ঠ" ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । আমি অসহায় দূর্বল অপরাগ অক্ষম ; আমি ক্লান্ত-শ্রান্ত পরিশ্রান্ত নরাধম । আমি পারি না নির্ভীক কন্ঠে, প্যারেডে রাজপথে শহরের উপকন্ঠে, গলা ছেড়ে বলতে মুক্ত কন্ঠে ; পারি না দাঁড়াতে দ্বিধাহীন চিত্তে । অত্যাচারীর পাশে দূর্বল জনে, নিপীড়িত নিগৃহীত মানবের কল্যানে, অসহায় আমি উৎপীড়িতের ক্রন্দন শ্রবনে, অসমর্থ আমার সামর্থ্যবান তারুন্যে মানুষের কল্যান সাধনে ।

। আমি পালিয়ে বেড়াই জীবন হতে, হারিয়ে যায় আপন সুখ-শান্তি্তে, ডুবে থাকি আমি আমার আমি'তে, আপনাকে নিয়ে ব্যস্ত প্রতি ক্ষনেতে ; চায় না জড়াতে দুখীর সাথে মোর জীবন । পাশ কাটিয়ে এড়িয়ে চলি প্রতিটি ক্ষন । বঞ্চিতের আর্ত-চিৎকার করি না শ্রবন ; অন্যায় দেখেও ভাব করি কিছুই দেখে নি দু'নয়ন । ।

কেন আজ রুদ্ধ আমার বজ্রকন্ঠ, অশান্ত হৃদয় কেন আজ নিস্পৃহ শান্ত, কোথায় সেই সুপ্ত-গুপ্ত রনকন্ঠ, কেন আজ অক্লান্ত আমি শ্রান্ত-ক্লান্ত ; কে আমার কন্ঠকে করেছে রুদ্ধ, কার জন্য আজ আমি অস্বাভাবিক গুপ্ত, কোথায় সেই ঝংকার তোলা হুংকার -নিখাদ বিশুদ্ধ । কেন কারামুক্ত আজ আমি কারারুদ্ধ । । অন্যায় অবলোকনে নিশ্চুপ আমি কথা বলি মেপে মেপে -যেন শান্তিকামী ; কোথায় সেই গর্জন সেই বজ্রবানী, কার ভয়ে নির্ভীক আমি, ভীত-সন্ত্রস্ত সুবিধাকামী । আমার কন্ঠ থেকে বিপ্লব কে কেড়ে নিল, কে আমায় এমন ভেজা বেড়াল করল ; কার জন্য আজ এই অবস্থা হল ! কোন সেই জন যে আমার -বিপ্লবী আত্না হত্যা করল ।

। কে সে ? মৃত্যু ভয় ?বেঁচে থাকার -দূর্নিবার আকর্ষন ? নাকি পিছুটান ? আপন আত্নীয়-স্বজন । কে সে ? কে সে ? কার জন্য -বজ্রকন্ঠ আজ রুদ্ধকন্ঠ । সে কি শাসকের শেকল , যা করল আজ শান্ত । ।

________________###########_________________ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.