আমাদের কথা খুঁজে নিন

   

যুঞ্চিক্তের পোস্ট মোছায় বাক স্বাধীনতা রুদ্ধ হলো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

যুঞ্চিক্তের পোস্ট দুটি মুছে ফেলার সাথে আমি সহমত নই। কিছু ডিপ্লোমেটিক কারণ নোটিশ বোর্ডের পোস্টে বলেছি। বাকীটুকু সাদামাটা। যুঞ্চিক্তের পোস্ট মুছলে এটা মোছা কেন ঠিক হচ্ছে সেটা প্রমান করা বড়ই দূর্বিসহ হয়ে যায়। যুঞ্চিক্তের পোস্ট প্রমান করে এধরণের লেখার সীমাবদ্ধতা, আমাদের গ্রহণের মাত্রা এবং আমরা কোথায় রিএ্যাক্ট করি।

যুঞ্চিক্ত যে শব্দ চয়ন করেছে হয়তো তা ধার্মিকেরা প্রথমেই নাউজুবিল্লাহ পাঠে সরিয়ে রাখবেন। মুছতে চাইবেন সেজন্য। যুঞ্চিক্তের পোস্ট যে কারণে দরকার তা হচ্ছে চিন্তার লেবেলকে উন্নত করা। কিন্তু সাথে দরকার প্রচলিত ধর্মানুভূতির সাথে কিভাবে সেটাকে রিলেট করা যায় সেটাও শেখা। এটা যুঞ্চিক্তের ভাস্যমতে নিজের লেখার ছক যা তিনি পরিবর্তনে রাজী নন।

আমার কাছে যা মনে হয়েছে সঠিক। যদিও অহেতুক আক্রমনের স্বীকার হবার সম্ভাবনা সেখানে থাকে ষোলআনা। তারপরেও যুঞ্চিক্ত যেহেতু রিস্ক নিচ্ছেন সুতরাং তাকে সাধুবাদ আমাকে দিতেই হবে। যুঞ্চিক্তের পোস্ট মুছে ফেলাতে এখন জানতে হবে কিভাবে আমাদের সহাবস্থানের সূত্রকে আরো বিকশিত করা যায়। এখানে ধর্মীয় ভাবানুভূতির সাথে গবেষণাপ্রসূত তথ্যের একটা সমন্বয় ঘটাতে হবে।

নইলে ফাঁকা বুলি আওড়ানোই কেবল সার, বাক স্বাধীনতা ঠিকই রুদ্ধ হয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।