আমাদের কথা খুঁজে নিন

   

বানান রীতি ও উচ্চারণ রীতি এবং বানান প্রীতি।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমি জানি না, বাংলার বচন রীতি প্রাথমিক নাকি লেখ্যরীতি আদিরুপ। তবে এতটুকু জানি ও মানি আধুনিক বাংলা বানান রীতিতে হ্র-স্বর-ইকার আর দির্ঘ-স্বর-ইকার কোন রিতি মেনে চলে না, তবে জানি সংস্কৃত শব্দ গুলো নিজেদের শুদ্ধ রাখতে এ রীতি থেকে নিজেদের কূল রক্ষায় সরে রয়েছে। তবে এতটুকু জানি যেহেতু বানান রীতিতে আগে বচন অতঃপর লেখন তাই পঠনে সহজ এমন বানানে কোন ভুল খোঁজার মানে হচ্ছে ব্যর্থতা। আর আধুনিকতার এ যুগে যদি হ্রস্ব ও দির্ঘস্বর নিয়ে কোন ব্লগার মাথা টাকিয়ে রক্তাক্ত করে ফেলেন তাহলে আমি সত্যি সেহেতু বড়ই লজ্জানম্রত মস্তকে তাদের তবে ক্ষমার লেখা প্রসারিত করলাম। প্রকৃত সত্যর পথে যেতে যেয়ে মনে হয় আমি রীতিকে রিতি লিখে বড়ই পাপ করেছিলেম। আমি ভুলে গিয়েছিলেম যে, রীতি কখনও সংস্কৃত ছেড়ে বাংলার হয়নি। তাই তাকে বাংলায় রিতি করে যে ভুল আমি করেছি তার ক্ষমা প্রকৃত মুক্তিযোদ্ধারা হয়তো দিলেও দালাল যেসব মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কোনকালেই দিবেন না। অবশেষে পড়ার জন্য বানান, লেখার ক্ষেত্রে একটি সমার্থক শব্দর যখন আবশ্যকতা হয় তখনি পার্থক্য সূচক হেতু বানান রীতির জন্ম, নয়তো কোন বানান রীতির প্রার্দুভাব হত না। তাই সমার্থক শব্দ ব্যতিত কোন বানান রীতিকে রিতি লিখলে মিসটেক মনে করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.