আমাদের কথা খুঁজে নিন

   

কাউন্ট ডাউন

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রহমান ভাবে....আর কয়দিন....শুকুর শুকুর ৮ দিন আর তার পরের শুকুর ১৬ দিন.. মাঝে বুধ, বৃহস্পতি ১৮ দিন....দুরও!! দিন তো কমে না কালকে গুনলাম হইলে ১৭ দিন আজকে বাইড়্যা গেল.. কাহিনী টা কি.... রহমান খুজে ফেরে ঘরে ক্যালেন্ডার..... ক্যালেণ্ডার খুজতে গিয়া তাজ্জব বইন্যা যায়... ঘরে কোন ২০০৮ সালের ক্যালেণ্ডার নাই যে দুটো ক্যালেণ্ডার ঘরে ঝুইল্যা রইছে সব ২০০৭ সালের, একটা ডিসেম্বর মাস আরেকটাতে আগস্ট । আগস্ট... হ্যা মনে পড়ে আগস্ট এ সে এইখানে আসছিল...ঢাকা ছেড়ে ঢাকার বাইরাসবার দুর্বিসহ হলেও রহমান মনে মনে খুব খুশি ছিল । জন্ম.. বেড়ে ওঠা সব ঢাকায়... কখনও ঢাকার বাইরে খুব একটা থাকা হয়নি , ঘুরতা যাওয়া ছাড়া ।

মা খুব টেনশনে ছিল এই অচেনা অজানা জায়গায় সে থাকতে পারবে কি না... রহমান ও সব পাত্তা দেয়নি । বরং কবে ঢাকা ছাড়বে এটাই তার চিন্তার বিষয় ছিল । ঢাকায় তাকতে থাকতে সে হাপিয়ে উঠাছিল, সেই রোজকার একই রুটিন..... আর তাছাড়া ঠিক একা হয়ে যাওয়ার যে চিরন্তন স্বপ্ন তা পূরণ হবার সমূহ সম্ভাবনা নিয়ে রহমান চট্টগ্রাম পৌছালো । অফিস করবে অফিস থেকে বাসা.... নেই কোন বাড়তি ঝামেলা , প্রতিদিনের পরিচিত মুখগুরো দেখে ঠোটে হাসি ঝুলিয়ে রাখা ... অফিস মহল্লা বাসায়.... তার থেকে এই অজানা অচেনা শহরে তাকে আর সেই মেকি , অভিনয় সুলভ আচরণ করতে হবে না । কিন্তু ডিসম্বর ২৬ !!! ক্যালেণ্ডারে গোল করে রাখা... ঠোটের কোনে মৃদু হাসির রেখা ফুটে ওঠে... সেদিন ওহে !!! রহমান মনে আপসোস করে... আর একা থাকা হলো না ....যে সম্ভবনা নিয়ে সে ঢাকা ছেড়েছিল তা হলোই না বরং... চট্টগ্রাম এসে ঝুটে গেল আরেকজন ।

কিন্তু ২০০৮ এর ক্যালেণ্ডার কোথায়... খুজতে খুজতে একটা ডেস্ক ক্যালেণ্ডার পেল রহমান ... এটা জুই দিয়েছিল । .. এটা এভাবে পড়ে আছে নির্ঘাৎ মৃত্যুদণ্ড ভ্যাগিস সেদিন ফ্ল্যাটে এসে এইসব ছাইপাশ দেখে ঘাটেনি... কি যেন খুজছিল দমকা হাওয়ার মতো স্মৃতিরা এস রহমান বার বার এলোমেলো করে দেয়... ১৮দিন না ১৭দিন। রহমান আবার গুনতে শুরু করে আর মাত্র কয়দিন..... ডিসেম্বরের ২৬... রহমানের কলিগের বিয়ের অনুষ্ঠান যাবে কি যাবে না ভাবছে....কিন্তু এখানে সে একা থাকে না গেলে খারাপ দেখায় । অথচ সে সকল কিছু দূরে থাকবে... ঠিক তার চিরন্তন স্বপ্নের মতো একা একা... তা হচ্ছে না । কলিগের বিয়েতে যদি না যেত .. তবে কতো ভালো ছিল... ঠিক একা একা থাকা যেত... অবশ্য না গেলে কি জুঁইয়ের সাথে পরিচয় হতো.... দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় রহমান...... ১৮ দিন না ১৭ দিন পরে তার আকত.... মাত্র তিনমাসও নয়... তার মাঝে সে জীবনের সবচেয়ে বিপদজনক সিদ্ধান্ত নিয়ে ফেলল.... মাথা কাজ করে না .. কোথা থেকে কি হয়ে গেল ...... সামনে-পিছে.. উপরে নিচে... যাই ভাবতে যায় ক্ষণে ক্ষণে আসে... আরমাত্র কয়দিন.. পাচঁতলার ব্যালকনিতে দাড়িয়ে রহমান খুব অসহায় বোধ করে.... ১৮ দিন না ১৭ দিন ?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.