আমাদের কথা খুঁজে নিন

   

শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ - আমার কাছে আসলে একই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

শুক্ল পক্ষে ছায়ার স্থান হয়না হাতের তালুতে আমার আর চাঁদের আলোর স্থানাভিলাষ তো সুদূর পরাহত, আশায় আশায় জর্জরিত হাত তবুও বাড়ানো থাকে শুণ্যে। ঐ যে, ঐ যে ছুটে আসছে আলো , থেমে থেমে ছায়ারাও, কিন্তু তারপরই হারিয়ে যায় যখন খুব কাছাকাছি, যখন স্বপ্ন সফলতার আশাগুলো খুব চঞ্চল, কিঞ্চিৎ উদাস, বিতত হাতাশায় সাঁতার কাটবে বলে মন কিংকর্তব্যবিমুঢ়। চাঁদের গায়ে দুটো রুক্ষ্ম ডালের সূক্ষ্ম নড়াচাড়া আড়ালে আমার স্বপ্ন চুরি করা বিরাগ শত্রুদের নিরব অট্টহাসি। শূণ্য থেকে শূণ্যে উধাও চাঁদের আলো আর ছায়া... তোমরা কি ভাবছ- মেঘের নিচে উড়ে বেড়ায় স্বপ্ন চোরা বিভৎস কোন মায়া? ভাবতেই পার, তোমাদের হাতে কারও আলো ছায়া নৃত্যরত শুক্লপক্ষ... আমি তো মায়া বলবনা, বলব অমোঘ নিয়তির দৌড়াত্ম, কারন ওতে অন্তত বেঁচে তো থাকা যায়--- নিয়তি আমার আশার বুক চিরে প্রাণ প্রদীপের আলোটুকুও গিলে খায় আর চাঁদের আলো তো তার সহজলভ্য নিয়ত খেলার উপাদেয় উপাত্ত। শুক্লপক্ষের ছায়াটুকুও সেই শত্রুরই তাবেদার, অদ্ভুত এ নিয়তির বিস্তার, আমার অবাধ্য সব ভাললাগা; তার চেয়ে কৃষ্ণপক্ষে বরং আশা আর স্বপ্নগুলো ঘুমিয়ে থাকে মনে হয় হাত পাতেনা চাঁদের আলো আর ছায়ার জন্যে ভিখারির মত শূণ্যের পানে নিয়তির বিভৎসতার পানে করুন চাহুনী টেনে দৃষ্টির শেষ শক্তিটুকু করেনা ক্ষীণ... তবুও সত্যি , কৃষ্ণ পক্ষে নিয়তিরা শুকনো রুক্ষ্ম ডালের নষ্ট বাকল ছিড়ে ছিড়ে ছুঁড়ে মারে বদ্ধ হাতের তালুতেও; তোমরা ভাববে , সেও তো মায়ারই খেলা কৃষ্ণ পক্ষে উন্মাদ আমি আর অসুস্থ কৃষ্ণবেলা। ভাবতেই পার, তোমাদের কারও হাতে কৃষ্ণপক্ষে আঁধার যে চুমু দেয় ভালবেসে আবেগের বশে। যদিও মনে আমার তাই শুক্ল পক্ষ আর কৃষ্ণপক্ষ ধরা দেয় সম ব্যঞ্জনায় তবুও আমি কৃষ্ণ পক্ষ ভালবাসি বলে চিৎকার করব, কারন কৃষ্ণ পক্ষে আশা আর স্বপ্নগুলো অন্তত হয়না পরাজিত। তারপরও তোমাদের সেই মায়া ভাবনার জালই ছড়িয়ে দেখ-- আমার কাছে কিন্তু শুক্ল আর কৃষ্ণ- দু'পক্ষ আসলে একই। ৩/৩/০৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।