আমাদের কথা খুঁজে নিন

   

শুক্লপক্ষ

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

মাঝরাতে, ভীষণ একা পাই জোছনাকে, জোছনা কাঁদে নীরবে, পাশের অন্ধগলির আধো-ঘুম ক্লান্ত বেশ্যাদের মতোই একঘেঁয়ে সুরে, ঘুমন্ত পৃথিবী ধুয়ে মুছে যায় সে কান্নায়। আমি, হঠাৎই কেঁপে কেঁপে উঠি, সে নিঃশব্দ কান্নার সুরে, ভয় হয় খুব- কী বিষণ্ন, গম্ভীর সুর! এরপর আবারও একা আমি, একা জোছনা; রাজপথ-শাখাপথ-গলিপথ ডিঙিয়ে শহরতলীর পানে; আবর্জনার স্তূপ, রাত জাগা কুকুরের অস্থির পদক্ষেপ আর অন্ধগলি হতে ভেসে আসা নিশিকন্যাদের ক্লান্ত গান, নষ্ট যোনির দুর্গন্ধ, চাপা দীর্ঘশ্বাস-সব নিশ্চল হয়ে রয় দূরে, আমার নিস্পৃহতা নৈশ প্রহরীরূপে হুঁশিয়ারী দিয়ে ওঠে- সাবধান! জেগে আছি! এরপর আবার আমি একা পাই জোছনাকে, এইবার তীব্র ক্রোধসৃষ্ট অদম্য কামাবেগ জ্বলে, মুহূর্ত ব্যবধানে- জোছনা শিউরে শিউরে ওঠে আমার পৈশাচিক বলাৎকারে! শুক্লপক্ষের মেঘের আড়ালে জোছনা তার কলঙ্ক লুকায়, ক্রমে ঝাপসা হয়ে যায় পাপের নগরী থেকে, আমি টেনে যাই আমার ক্লান্ত দেহ- আরও একটি কৃষ্ণপক্ষের পানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।