আমাদের কথা খুঁজে নিন

   

শিরীন স্পিকার হওয়ায় নারী জাগরণ আরও এগিয়ে যাবে: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শিরীন শারমিন চৌধুরী আজ স্পিকার নির্বাচিত হবেন। তাঁর স্পিকার হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নারী জাগরণ আরেক ধাপ এগিয়ে যাবে। এটা হেফাজতের মতো উগ্র মৌলবাদীদের জন্য বড় ধরনের চপেটাঘাত।
আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় সুরঞ্জিত এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগ এ স্মরণসভার আয়োজন করে।


সাভারে ভবনধসের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই প্রবীণ সদস্য বলেন, ‘সোহেল রানা ও অন্যদের গ্রেপ্তার করে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। তবে ভবনধসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কার কোন আইনে বিচার করা হবে, সেটা স্পষ্ট করেনি। আমরা চাই, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচার আইনে বিচার করা হোক। এ জন্য প্রয়োজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন, যাতে ১২০ দিনের মধ্যে তাঁদের বিচার হয়। ’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রানা প্লাজার মতো অনেক মৃত্যু-প্লাজা দেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

রাজউক, সিটি করপোরেশন বা পৌরসভা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, সেটা জনগণ জানতে চায় না; বরং কখন ব্যবস্থা নেওয়া হবে, সেটা জানতে চায়।
১৮-দলীয় জোটের ডাকা ২ মের হরতালের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ হরতাল অযৌক্তিক ও অন্যায্য। এই নষ্ট রাজনীতি, ভ্রষ্ট হরতাল দেশের মানুষ চায় না। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.