আমাদের কথা খুঁজে নিন

   

এ বিজয় বাংলাদেশের সব নারীর: শিরীন শারমিন

বুধবার দশম সংসদে স্পিকার নির্বাচিত হয়ে অধিবেশনের সভাপতিত্বে ফিরে তিনি বলেছেন, ““দ্বিতীয়বারের মতো আমি স্পিকার নির্বাচিত হয়েছি। এ বিজয় বাংলাদেশের সকল নারীর। ”

আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নবম সংসদের শেষ পর্যায়ে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন।

বিএনপিবিহীন সংসদে বুধবার এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন তিনি। তবে ডেপুটি স্পিকার পদে নতুন এসেছেন ফজলে রাব্বী মিয়া।

অধিবেশনের প্রথম দিনে শুরুতেই কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।  

স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তা সমর্থন করেন আমির হোসেন আমু।

ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন তোফায়েল আহমেদ, তা সমর্থন করেন আ সম ম ফিরোজ।

অধিবেশনে সভাপতিত্বকারী বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী দুটি প্রস্তাবকে আলাদাভাবে ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।

বিদায়ী স্পিকার শিরীন শারমিন এবারো ওই পদে প্রার্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেননি।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই সময় অধিবেশন ২০ মিনিট মুলতবি করা হয়।

এর অধিবেশন শুরু হলে সভাপতির আসন নেন শিরীন শারমিন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা, সংসদকে কার্যকর করা। এই প্রত্যাশা অনুযায়ী আমাদের সকলকে কাজ করতে হবে।

রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও....মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও...। ”

দ্বিতীয় বারের মতো স্পিকার নির্বাচিত করায় সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানান শিরীন শারমিন। রংপুর-৬ আসনের জনগণকেও ধন্যবাদ জানান তিনি।

নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধান হুইপ আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.