আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে যাচ্ছেন স্পিকার শিরীন শারমিন

ভারতীয় লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে তিন দিনের এই সফরে বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও লোকসভার স্পিকার মীরা কুমারের সঙ্গে সাক্ষাত করবেন শিরীন শারমিন। 

বুধবার সকাল সোয়া ১০টায় জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আওয়ামী লীগের গত মেয়াদের শুরুতে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় পার্লামেন্টের স্পিকার সোমনাথ চট্টপাধ্যায়। তার ঠিক চার বছর পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন। 

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উচ্চ পর্যায়ের নিয়মিত সফরের অংশ হিসাবেই ভারতে যাচ্ছেন বাংলাদেশের স্পিকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করাই এর উদ্দেশ্য।  

কামাল বিল্লাহ জানান, সফর শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.