আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় টর্নেডোর হানা, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলার তিনটি গ্রামে গতকাল সোমবার রাতে টর্নেডো আঘাত হানে। এতে সাহাজুল ইসলাম (২১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।
টর্নেডোতে প্রায় ২০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।

তাদের মিরপুর ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রশাসন জানায়, গতকাল রাত নয়টার দিকে হঠাত্ করে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ও কালিদাসপুর গ্রামে টর্নেডো আঘাত হানে। মাত্র দুই মিনিটের টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় দুটি গ্রামের ১৫০টির মতো বাড়িঘর। একই সময়ে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ১০ জনকে দৌলতপুর ও ছয়জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা, দুই বান্ডেল টিন ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডলকে (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি তদারকের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার জানান, আহত ব্যক্তিদের সেবা দেওয়ার জন্য দৌলতপুর উপজেলার কালিদাসপুরে পাঁচ সদস্যের একটি চিকিত্সক দল ক্যাম্প করেছে।

গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.