আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় এসিড সন্ত্রাসের শিকার হলেন স্বামী-স্ত্রী

কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচরা গ্রামে গতকাল শুক্রবার রাতে এক দম্পতি এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত এসিড সারভাইভারস ফাউন্ডেশনে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তরা হলেন- পাঞ্জু (২১) ও তার স্ত্রী কাকলী (১৪)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের হাবিলের ছেলে হাফিজ (২১) কাকলীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে বাধ্য হয়ে কাকলীকে মাসখানেক আগে একই এলাকার পাঞ্জুর সঙ্গে বিয়ে দেওয়া হয়।

এতে হাফিজ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একমাসের মধ্যে চারবার তিনি স্থানীয় জলাইয়ের ছেলে রাজীব (১৮) ও শাজাহানের ছেলে জুয়েলকে (২০) সঙ্গে নিয়ে কাকলীর ওপর এসিড নিক্ষেপের চেষ্টা করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঘরের জানাল ভেঙে ঘুমন্ত দম্পতির ওপর আবার এসিড ছুড়ে মারে হাফিজ, জুয়েল ও রাজীব। এতে কাকলীর বাম গাল ও শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরদিন শুক্রবার ভোরে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে একইদিন রাতে তাদের ঢাকায় নেওয়া হয়।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.