আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা কম্পিউটিং-এর বাধা

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

বর্তমানের বাংলা ওয়েবসাইটগুলোর প্রায় সবই তৈরী করা হয়েছে ইউনিকোড ফন্ট দিয়ে।

এমনকি কম্পিউটারের ফাইল এবং ফোল্ডারগুলোর নামও বাংলায় দেয়া যায় এখন। সবই বাংলা ইউনিকোড ফন্টের জন্যে। কিন্তু অনেক জনপ্রিয় সফটওয়্যার এই বাংলা ইউনিকোড সাপোর্ট করেনা। ইয়াহু ৮, রিয়েল-প্লেয়ার, উইন্যাম্প, এডোবি এক্রোব্যাট রিডারের মতো বিখ্যাত সফটওয়্যারগুলো পর্যন্ত ইউনিকোড ফন্টের বেলায় এমন দেখায় "?????"। উইন্যাম্পে অন্তত ফাইলগুলোকে চালানো যায়।

নামের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দেখালেও। কিন্তু রিয়েল-প্লেয়ার, এক্রোব্যাট রিডারে চালানোও সম্ভব হয়না। এরর দেখায়। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাংলায় এই সফটওয়্যারগুলো সহ কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরী করতে পারি। তাহলে কি আমাদের এই সফটওয়্যারগুলোকে ত্যাগ করতে হবে? কিন্তু এইগুলো ছাড়া আমরা কিভাবে বাংলায় কম্পিউটার বানাতে পারি।

উল্লেখ্য যে, রিয়েলপ্লেয়ারের অনেক ফাইল আছে যা রিয়েলপ্লেয়ার ছাড়া চালানো সম্ভব নয় হয়তো। আমি এই পোষ্টটাকে লিখছি আমার সীমিত জ্ঞান দিয়ে। এখানের অনেক কথা সত্য হতে পারে আবার অনেক কথা মিথ্যাও হতে পারে। আনন্দের কথা হল মাইক্রোসফটের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এগুলোকে সাপোর্ট করে। কিন্তু উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে সব রকমের ফাইল চালানো সম্ভব না।

এদিকে আমাদের দেশের ইন্টারনেট গতি কম। তাই কোন বড়ফাইল সহজে ডাউনলোড করা যায় না। এক্ষেত্রে রিয়েলপ্লেয়ার ভালো সাপোর্ট দিচ্ছে। কারণ রিয়েলপ্লেয়ারের ফাইলগুলো আকারে ছোট। ডাউনলোড হতে কম সময় নেয়।

আর মিডিয়া প্লেয়ারের ফাইলগুলো বড়। ডাউনলোড হতে বেশি সময় নেয়। আর এক্রোবেট রিডারের প্রয়োজনীয়তা সম্পর্কে নাইবা বললাম। আপনারা সবাই-ই এই সফটওয়্যারটি সম্পর্কে জানেন। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলা কম্পিউটিং হয়তো আমাদের কাছে সপ্নই থেকে যাবে।

আর সেই সপ্নকে বাস্তব করতে চাইলে ত্যাগ করতে হবে রিয়েলপ্লেয়ার, এক্রোবেট রিডারের মতো ভালো সফটওয়্যারগুলোকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.