আমাদের কথা খুঁজে নিন

   

সাড়ে তিন হাজার সিঁড়ির কূপ!!!!!!!!!!!!

ভারতের রাজস্থানে ১২শ’ বছরের পুরনো একটি কূপ রয়েছে। কূপটির চারপাশে সাড়ে তিন হাজার সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলোতে রয়েছে নজরকাড়া সব নকশা, যা ভারতীয় উপমহাদেশের লোকদের উন্নত শিল্প ও সৃজনী সত্তার পরিচয় বহন করে। এর গভীরতা একশ’ ফুট। ধারণা করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্ সিঁড়িঘেরা কুয়া।

সারা বছরই, এমনকি শুষ্ক মৌসুমেও কূপটিতে পর্যাপ্ত পানি থাকে। অথচ বছর জুড়ে এটি থেকে প্রচুর পানি তোলা হয়। কূপটির চারপাশে নিখুঁত স্থাপত্যকর্ম দেখলে যে কেউ আকৃষ্ট হতে বাধ্য। ভূপৃষ্ঠ থেকে কুয়ার নিচের পানির তাপমাত্রা ৫-৬ ডিগ্রি ঠাণ্ডা। আবহেনরির (কুয়ার নাম) সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে মনে হবে পথ শেষ হচ্ছে না।

স্থানীয়দের কাছে এটি চান্দ বাওরি কূপ হিসেবেও পরিচিত। কুয়ার চারপাশে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবীর প্রতিকৃতি দেখলে আধ্যাত্মিক চেতনা প্রকাশ পায়। সম্প্রতি জার্মানির পর্যটক ফ্লোরিয়ান উইজোরেক কুয়াটি পরিদর্শন করতে গিয়ে ছবিগুলো তুলেছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.