আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবি'র এক বলে সাড়ে তিন উইকেট !

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বলে (সভায়) সাড়ে তিন উইকেট ফেলে দিয়েছে। বিসিবিকে টুপি-খোলা অভিনন্দন ! অধিনায়ক সাকিবের এক উইকেট, সহ-অধিনায় তামিমের এক উইকেট আর কর্মকর্তার দেড় উইকেট ! কারণ বাংলাদেশে প্লেয়ারের চেয়ে কর্মকর্তাদের ঠেলা বেশী। সাকিব তামিমকে দায়িত্ব দিয়ে বিসিবি গোড়ায় গলদ করে রেখেছিলো। এমনিতেই বাংলাদেশ দল হলো কচিকাঁচার আসর। দলের নেতারাও যদি তাই হয় সর্বনাশ যা হবার তা হয়েছে।

সাকিব দলে ঢুকেই মাশরাফিসহ তার অপছন্দের প্লেয়ারদের বাদ দেবার জন্য ট্রিক্স শুরু করেন। রিয়াদকেও বাদ দেবার ধান্দা করছিলেন। নাঈমের দফাও ঠাণ্ডা। এই দু'জন টার্গেট হবার কারণ এরাও তার মতো অলরাউণ্ডার হবার সম্ভাবনাময় প্লেয়ার। এরপর বিকেএসপি নন-বিকেএসপি দলাদলি যুক্ত করেন তিনি।

আইসিএল পাপীদের দু:খের কথা আর কি বলবো ! বিসিবি সেই ভুলের সাথে আবারো ভুল করলো ওদের বাদ দিয়ে। এই দলাদলির দায় কি বিসিবিরও নয় ? তারা কি করেছেন ? তারা এই দলাদলি বন্ধ করার উদ্যোগ নিলেন না কেন ? প্লেয়ারদের খেলা এবং প্র্যাকটিসের কোন খবর নিলেন না কেন ? সিনা ইবনে জামালী গং জিমি সিডন্স নামক যে ভয়াবহ কোচ এনেছিলেন তাকে সরাতে এতো দেরী করলো কেন ? আসলে সাকিব আমাদের জন্য মেসি হয়ে উঠেছেন। মেসি যেমন টাকার জন্য বার্সায় দারুন খেলেন জাতীয় দলের জন্য সেই খেলা খেলেন না। সাকিবও আইপিএল আর কাউন্টির টাকার জন্য যেমন দারুন খেললেন এবার জাতীয় দলের জন্য সেই খেলা খেললেন কোথায় ? ভেটরীকে অর্ডিনারী বলে তামিম মহাঅর্ডিনারী হয়ে গেলেন ! বিসিবি মাথাব্যথার অষুধ না দিয়ে মাথাই কেটে ফেললো ! এখন দেখার বিষয় নতুন করে আমাদের তারা কোন মাথা উপহার দেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.